State news

ইঞ্জিনের ভিতরে পাখি, বিপদ থেকে রক্ষা পেল বিমান!

বড় বিপদ থেকে রক্ষা পেল কলকাতাগামী একটি বিমান। মাটি থেকে তখন আর মাত্র কয়েক মিনিটের উচ্চতায় বিমানটি। আর কিছু ক্ষণের মধ্যেই অবতরণ করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১৬:২৮
Share:

ফাইল চিত্র।

বড় বিপদ থেকে রক্ষা পেল কলকাতাগামী একটি বিমান।

Advertisement

মাটি থেকে তখন আর মাত্র কয়েক মিনিটের উচ্চতায় বিমানটি। আর কিছু ক্ষণের মধ্যেই অবতরণ করবে। ঠিক তখনই একটা ঝাঁকুনি। মাঝ আকাশে আচমকা এমন ঝাঁকুনিতে ঘাবড়ে যান যাত্রীরা। তখনই ঘোষণা করা হয় যে, উড়ে আসা একটি পাখির বিমানের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। বিমানটি দিল্লি থেকে কলকাতা আসছিল। এই ঘটনায় কারও কোনও ক্ষতি না হলেও, ইঞ্জিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে।

Advertisement

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, ২৩৯ জন যাত্রী নিয়ে বিমানটি দিল্লি থেকে কলকাতা আসছিল। কলকাতা বিমানবন্দরে নামার কিছু আগেই এই ঘটনা ঘটে।

উড়ে আসা একটি পাখি বিমানটির ইঞ্জিনে ধাক্কা মারে। তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানান পাইলট। সতর্ক করে দেওয়া হয় যাত্রীদেরও। পরে বিমানটি মাটিতে অবতরণের পর দেখা যায় বিমানটির ইঞ্জিনের বেশ ক্ষতি হয়েছে। তা মেরামতি করে পরবর্তী উড়ানের জন্য প্রস্তুত করা হয়েছে বিমানটিকে।

আরও পড়ুন: ১০১ বছর বয়সে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন ইনি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন