Unnatural Death

বালিগঞ্জে উদ্ধার মহিলার দেহ, মৃতা শিক্ষা দফতরের কর্তার বাড়িতে কাজ করতেন, খবর পুলিশ সূত্রে

মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই মহিলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১৮:৪৯
Share:

—প্রতীকী ছবি।

বালিগঞ্জ থেকে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে পার্বতী সাউ নামের ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে হাওড়ার সালকিয়ার বাসিন্দা হলেও শিক্ষা দফতরের এক কর্তার বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। থাকতেন বালিগঞ্জের আইএএস কোয়ার্টারে।

Advertisement

শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, সকালে বহু ডাকাডাকির পরেও পার্বতী ঘুম থেকে না ওঠায় পুলিশ খবর দেওয়া হয়। পুলিশই দরজা ভেঙে উদ্ধার করে ওই ৫০ বছর বয়সি ওই মহিলাকে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই মহিলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement