Steal

ক্রেতা সেজে দোকানে ঢুকে শাড়ি ‘চুরি’

শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূর্ণাশিস দত্ত নামে ওই ব্যবসায়ী। তিনি জানান, যোধপুর পার্কে শাড়ির দোকানে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আট জন ক্রেতা সেজে ঢোকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ০৭:৩৪
Share:

ক্রেতা সেজে দোকানে ঢুকে জিনিস দেখার নামে কয়েক লক্ষ টাকার শাড়ি চুরির অভিযোগ উঠল। প্রতীকী চিত্র।

ক্রেতা সেজে দোকানে ঢুকে জিনিস দেখার নামে কয়েক লক্ষ টাকার শাড়ি চুরির অভিযোগ উঠল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে লেক থানার অন্তর্গত যোধপুর পার্ক সংলগ্ন একটি শাড়ি বিপণিতে। ওই দোকানের মালিক থানায় গেলে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূর্ণাশিস দত্ত নামে ওই ব্যবসায়ী। তিনি জানান, যোধপুর পার্কে তাঁর শাড়ির দোকানে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আট জন ক্রেতা সেজে ঢোকে। দলে ছ’জন মহিলা এবং দু’জন যুবক ছিল। দোকানে ঢুকে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা শাড়ি দেখতে চায়। সে সময়ে দোকানে দু’জন মহিলা কর্মী ছিলেন বলে ব্যবসায়ীর দাবি। ওই কর্মীরা শাড়ি দেখাতে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে একের পর এক শাড়ি অভিযুক্তেরা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পূর্ণাশিস বলেন, ‘‘দিনের শেষে হিসাব মেলাতে গিয়ে গরমিল নজরে আসে। এর পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে শুরু করলে দেখা যায়, অভিযুক্ত মহিলারা শাড়ির ভাঁজে একের পর এক শাড়ি লুকিয়ে ফেলছেন। তার পরেই পুলিশে যাই।’’

পূর্ণাশিসের অভিযোগ, এ ভাবে ২৪টি দামি শাড়ি চুরি গিয়েছে। তিনি জানান, অভিযুক্তেরা নিজেদের মধ্যে দক্ষিণী ভাষায় কথা বলছিলেন বলে কর্মচারীরা তা বুঝতে পারেননি। কারও হাতে ব্যাগ না থাকায় প্রাথমিক ভাবে সন্দেহও হয়নি। শাড়ি দেখে ওই আট জন অনায়াসে দোকান থেকে বেরিয়ে যায়। তদন্তে নেমে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে লেক থানার পুলিশ। রবিবারেও ঘটনাস্থলে যান তদন্তকারীরা। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন