নিজস্ব চিত্র
পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় মঙ্গলবার বেলা ১১টা নাগাদ আগুন লাগে। অফিস টাইমে ধোঁয়ায় ঢেকে যায় পার্ক স্ট্রিটের ওই এলাকা। এই ঘটনায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয়।
আরও পড়ুন- কোলে ঘুমন্ত ছেলেকে নিয়েই সারা দিন অটো চালান মহম্মদ সইদ!
তবে দমকল সূত্রের খবর, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, পার্ক স্ট্রিটের কোহিনূর বিল্ডিংয়ের পাশে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। আগুনের কারণ খতিয়ে দেখছেন দমকলের অফিসাররা। পার্ক স্ট্রিটে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ দিকে, আগুনের খবর সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সংবাদমাধ্যমের কর্মীরা। অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশও ছবি তুলতে বাধা দেয়। ধস্তাধস্তিতে কয়েক জন চিত্রগ্রাহকের ক্যামেরাও ভেঙে গিয়েছে বলে অভিযোগ উঠেছে।
দেখুন ভিডিও-