Cyclone Amphan

ত্রাণের কাজে সেতু গড়ল সাহিত্য পত্রিকা

ছাত্রদের সিদ্ধান্তে চাওয়া-পাওয়ার মাঝে সেতু বাঁধার সেই কাজটি করছে সাহিত্য পত্রিকা ‘অভিবাসী’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০৫:০৪
Share:

ছবি এপি।

আমপানে ঘর হারিয়েছেন সুন্দরবনের যে মানুষেরা, স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁদের কাছে বিনামূল্যে ওষুধ, খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কথা ভাবা হয়েছিল। সেই মতো কাজ শুরু করেছিলেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক ও ছাত্র।

Advertisement

প্রশ্ন উঠছিল, দীর্ঘদিন এই কাজ চালাতে যে অর্থের প্রয়োজন তা আসবে কোথা থেকে? ছাত্রদের সিদ্ধান্তে চাওয়া-পাওয়ার মাঝে সেতু বাঁধার সেই কাজটি করছে সাহিত্য পত্রিকা ‘অভিবাসী’। ৩২ জন সাহিত্যিকের কবিতা, গল্প, প্রবন্ধ নিয়ে এই পত্রিকা পুরোটাই রয়েছে পিডিএফে। পত্রিকার ন্যূনতম দাম ১০০ টাকা। কেউ এর বেশি টাকা দান করেও বইটি কিনতে পারবেন। বিক্রয়মূল্যের অর্ধেক খরচ হবে বিধ্বস্ত সুন্দরবনবাসীর জন্য। বাকি অর্ধেক ভিন্ রাজ্য থেকে কাজ ছেড়ে আসা শ্রমিকদের জন্য। বইটি কিনতে যোগাযোগ করতে হবে এই নম্বরগুলিতে— অনন্যা সাউ (৯৪৭৫৬৬৬১৭৫), ঋত্বিক বারুই (৭০৪৪১৭৯২৬৬), চন্দ্রমৌলী ঝা (৮৯৪৪৮৫৬২২০) ও শঙ্খদীপ সরকার (৯০৫১১৫৭৬৫০)।

দলের সদস্য, আর জি করের স্ত্রী-রোগ চিকিৎসক শ্যামল চক্রবর্তী বলেন, ‘‘সম্প্রতি মিনাখাঁ ব্লকের হরিণহুলা আদিবাসী পাড়ায় গিয়েছিলাম। আগামী কয়েক মাস বিভিন্ন এলাকায় কাজ চলবে। খাবারের বিনিময়ে এলাকাবাসীরা রান্না করে, বাগান করে, রাস্তা বানিয়ে শ্রম দিচ্ছেন। আমরা শুধু পাশে থাকতে চেষ্টা করছি এবং করব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন