—প্রতীকী চিত্র।
প্রতারকদের ফাঁদে পড়ে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ হয়ে বাড়িতে আটকে ছিলেন কলকাতা পুরসভার এক অবসরপ্রাপ্ত অফিসার। গ্রেফতারি এড়ানোর জন্য প্রতারকদের দাবি মতো তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৮ লক্ষ টাকার স্থায়ী আমানত ভেঙে সেই টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বিধাননগর এলাকার বাসিন্দা, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের ৩৫ লক্ষ টাকা সাইবার প্রতারণার শিকার সংক্রান্ত খবর বুধবার সংবাদপত্রে পড়ে তাঁর টনক নড়ে।
এর পরে তিনি মোবাইল চালু রেখেই চলে যান পুলিশের কাছে। বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে আর্থিক প্রতারণার মামলা দায়ের করে সাইবার ক্রাইম থানা ও মালিপাঁচঘরার পুলিশ তদন্তে নামে। পুলিশ জানায়, ২৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের মোবাইল থেকে আর কোনও টাকা পাঠানো হয়েছে কিনা, তদন্ত করে দেখা হচ্ছে।
গত ২০ তারিখ এক ব্যক্তি মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয়ে পুরসভার অবসরপ্রাপ্ত ওই অফিসারকে জানায়, তাঁর মোবাইলের সিম কার্ড ব্যবহার করে কয়েক কোটি টাকার প্রতারণা করা হয়েছে। এর জন্য তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হল। তাঁর উপরে ২৪ ঘণ্টা নজরদারি চালাবে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘প্রতারকেরা কাম্বোডিয়া থেকে ওয়টস্যাপ কলে এই প্রতারণা করছিল বলে জানা গিয়েছে। ওই বৃদ্ধ ঠিক সময়ে পুলিশকে জানানোয় ২৮ লক্ষ টাকা বাঁচানো গিয়েছে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে