ভাড়া নিয়ে বিবাদ

১০০ টাকা বেশি না দেওয়ায় যাত্রীকে রডপেটা করল ট্যাক্সি চালক

ফের রাতের শহরে যাত্রীকে মারধরের অভিযোগ উঠল ট্যাক্সি চালকের বিরুদ্ধে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নোনাপুকুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যাত্রীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ভাড়া নিয়ে বিবাদের জেরে এই গণ্ডগোল বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩৭
Share:

আহত মহম্মদ মনসুর আলম।— নিজস্ব চিত্র।

ফের রাতের শহরে যাত্রীকে মারধরের অভিযোগ উঠল ট্যাক্সি চালকের বিরুদ্ধে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নোনাপুকুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যাত্রীকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ভাড়া নিয়ে বিবাদের জেরে এই গণ্ডগোল বলে জানা গিয়েছে।

Advertisement

সোমবার রাতে পেশায় গাড়িচালক মহম্মদ মনসুর আলম রিপন স্ট্রিট থেকে ছেলেকে নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন। তাঁর গন্তব্য ছিল বেক বাগান। ট্যাক্সি চালক শেখ সমীর মিটারে যেতেই রাজি হয়েছিলেন। কিন্তু নোনাপুকুর পৌঁছনোর পর তিনি ভাড়া হিসাবে একশো টাকা বেশি দাবি করেন। তা দিতে রাজি হননি মনসুর। দু’পক্ষের কথা কাটাকাটি কিছু ক্ষণের মধ্যেই হাতাহাতির চেহারা নেয়। তখন সমীরের সহকারী বিবেক চৌধুরি ট্যাক্সি থেকে মনসুরকে নামিয়ে রড দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয় মানুষ প্রতিবাদ করলে তাঁরা ওই অবস্থায় মনসুর ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে ট্যাক্সি নিয়ে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর গভীর রাতে সমীর এবং বিবেককে তাঁদের মোমিনপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পেশ করা হলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement