গ্রেফতার এই যুবক। নিজস্ব চিত্র ।
আদালত চত্ত্বর থেকে চুরি হয়ে গিয়েছিল নগদ ৭০ হাজার টাকা, স্ট্যাম্প পেপার-সহ বেশ কিছু নথি। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল এক অভিযুক্তকে। লালবাজার সূত্রে খবর, শুক্রবার ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া টাকার অনেকটাই উদ্ধার করা হয়েছে।
গত বছরের ২১ নভেম্বর ডায়মন্ড হারবারের বাসিন্দা গোপালকৃষ্ণ দে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্র অনুযায়ী, ওই দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ আলিপুর আদালত থেকে ৭০ হাজার টাকা, ১০ টাকার স্ট্যাম্প পেপার-সহ বেশ কিছু নথি চুরি হয়ে যায়। এর পরে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ২৭ ডিসেম্বর এক জনকে গ্রেফতার করে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, ধৃত মহম্মদ শাহিদ আলম ট্যাংরা থানা এলাকার বাসিন্দা। তাঁকে জেরা করে ৫৬ হাজার টাকা উদ্ধার করার পরে তা বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করানো হবে।