Road Accident

রাতের কলকাতায় দুর্ঘটনা, লরির ধাক্কায় মোটরবাইক থেকে পড়ে মৃত্যু কনস্টেবলের, আটক চালক

কলকাতা পুলিশের কনস্টেবল নেপোলিয়ন বালোয়ারিক যখন বাইকে চেপে বাড়ি ফিরছিলেন, তখন একটি লরি তাঁর বাইকে এসে পিছনে থেকে ধাক্কা দেয়। বাইক নিয়ে ট্রাম লাইনে পড়ে যান ওই পুলিশকর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১৩:০২
Share:

প্রতীকী ছবি। ছবি- সংগৃহীত।

আবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল শহরে। রাতের শহরে লরির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। কলকাতা পুলিশের কনস্টেবল (হেড কোয়ার্টার) নেপোলিয়ন বালোয়ারি শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ কর্মস্থল থেকে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজি কর হাসপাতালের অদূরে মোড়ের কাছে একটি লরি তাঁর বাইকে এসে পিছনে থেকে ধাক্কা দেয়। বাইক নিয়ে ট্রাম লাইনে পড়ে যান ওই পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় লরির চালককে আটক করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেপোলিয়ন আদতে শিলিগুড়ির বাসিন্দা। কর্মসূত্রে কলকাতায় থাকতেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন