টিকিটে লেখা নম্বরের কামরাটাই নেই ট্রেনে!

ছট পুজো উপলক্ষ্যে বাড়িতে যাবেন বলে হাওড়া থেকে একটি স্পেশাল (হাওড়া-মজফ্ফরপুর) ট্রেনে টিকিট কেটেছিলেন যাত্রীরা। কিন্তু রবিবার সকালে যখন ট্রেনটি প্ল্যাটফর্মে দেওয়া হল তখন দেখা গেল, কিছু যাত্রীর টিকিটে যে সংরক্ষিত কামরার কথা বলা রয়েছে সেই বগিটি ওই ট্রেনে নেই

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৩৪
Share:

ছট পুজো উপলক্ষ্যে বাড়িতে যাবেন বলে হাওড়া থেকে একটি স্পেশাল (হাওড়া-মজফ্ফরপুর) ট্রেনে টিকিট কেটেছিলেন যাত্রীরা। কিন্তু রবিবার সকালে যখন ট্রেনটি প্ল্যাটফর্মে দেওয়া হল তখন দেখা গেল, কিছু যাত্রীর টিকিটে যে সংরক্ষিত কামরার কথা বলা রয়েছে সেই বগিটি ওই ট্রেনে নেই।

Advertisement

এদিক ওদিক দৌড়ে নিজেদের সংরক্ষিত কামরাটি না পেয়ে উত্তেজিত যাত্রীরা স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। তা দেখে ছুটে আসেন স্টেশনে থাকা রেলের পদস্থ কর্মীরা। তখন গুণে দেখা যায়, ট্রেনটিতে মোট ১১টি কামরা দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটিতে দেওয়া হয়েছে ১০টি কামরা। তাতেই হয়েছে বিপত্তি।

এর পরেই রেল কর্তারা কন্ট্রোলে খবর পাঠান। যোগায়োগ করেন ‘কোচিং ইয়ার্ডে’। তখন বোঝা যায়, ইয়ার্ডেই কর্মীরা ভূল করে ট্রেনটিতে ১০টি কামরা লাগিয়েছেন। বাদ পড়ে গিয়েছে একটি। কেন এমন ঘটনা ঘটল, সে ব্যাপারে তদন্তও শুরু করেছেন রেল কর্তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন