Kolkata Metro Railway

চাঙড় খসে পড়ার কারণ কি মেট্রো? আতঙ্ক বৌবাজারে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ মদন দত্ত লেন এবং বি বি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে একটি তেতলা বাড়ির একতলার ছাদের কিছু অংশ ভেঙে পড়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৯:২২
Share:

ব্যবস্থা: বৌবাজারের একটি বাড়িতে চাঙড় ভেঙে পড়ার পরে চলছে ঠেকনা বসানোর কাজ। রবিবার। ছবি: রণজিৎ নন্দী।

ফের বৌবাজারে বাড়ি ভেঙে পড়ার আতঙ্ক দেখা দিল। রবিবার দুপুরে মদন দত্ত লেনে একটি পুরনো বাড়ি থেকে আচমকা চাঙড় খসে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে উদ্বেগ ছড়ায়। ওই ঘটনায় আহতহন এক ব্যক্তি। তিনি ওই বাড়ির বাসিন্দা পাপ্পু সিংহ (৫৯)। এ দিনচাঙড় খসে পড়া নিয়ে মেট্রোরকাজকেই দায়ী করেছেন বাসিন্দাদের একাংশ। মেট্রো কর্তৃপক্ষের তরফে ওই ঘটনা ও তার প্রেক্ষিতে বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর দেড়টা নাগাদ মদন দত্ত লেন এবং বি বি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে একটি তেতলা বাড়ির একতলার ছাদের কিছু অংশ ভেঙে পড়ে। ওই সময়ে কাছাকাছি ছিলেন বাড়ির বাসিন্দা পাপ্পু। কংক্রিটের চাঙড়ের কিছু অংশ তাঁর মাথায় ও ঘাড়ে খসে পড়ে চোট লাগে। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মেট্রো চলাচলের ফলে সৃষ্ট কম্পন ওই চাঙড় খসে পড়ার জন্য দায়ী। বছর তিনেক আগে মেট্রোর জোড়া সুড়ঙ্গের ক্রস প্যাসেজ তৈরি করার সময়ে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় শেষ বার ওই এলাকায় আকস্মিক নোটিসে বাড়ি খালি করে দেওয়া হয়েছিল। এ দিন নতুন করে চাঙড় খসে পড়ার ঘটনায় বাসিন্দাদের একাংশ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ওই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মেট্রোর নির্মাণ সংস্থা কে এম আর সি এল-এর আধিকারিক এবং প্রযুক্তিবিদেরা ঘটনাস্থলে পৌঁছন। ক্ষতিগ্রস্ত বাড়িটি একশো বছরের বেশি পুরনো বলে দাবি মেট্রোর আধিকারিকদের একাংশের। চাঙড় খসে পড়ার কারণ জানতে মেট্রোর পক্ষ থেকে যাবতীয় দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও খবর। এ দিকে, বাড়িটির ক্ষতিগ্রস্ত অংশে কাঠ এবং ধাতব খুঁটির ঠেকনা বসানো হয়েছে বলেও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন