Rajarhat

দুর্ঘটনার ‘বদলা’ নিতে গাড়ি আটকে হামলা, ধৃত সাত

পুলিশ সূত্রের খবর, রাতে প্রথমে রাজারহাটের জগারডাঙা এলাকায় গাড়িটি থামানোর চেষ্টা করা হয়। এর পরে ধাওয়া করে রাজারহাট চৌমাথার কাছে গাড়িটি ধরে ফেলেন অভিযুক্তেরা। সেখানে অনেকে মিলে গাড়িটি ভাঙচুর করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৭:৩৭
Share:

সাত জনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। —প্রতীকী চিত্র।

আগের দিন দুর্ঘটনা ঘটিয়েছিল একটি গাড়ি। পরের দিন সেই গাড়িটি দেখতে পেয়েই তেড়ে গিয়েছিলেন এলাকার এক দল বাসিন্দা। কিন্তু গাড়ি প্রথমে থামেনি। তাই সেটির পিছু ধাওয়া করেন তাঁরা।রাজারহাট চৌমাথার কাছে গিয়ে গাড়িটি ধরা হয়। চালক ভয়ে আশ্রয় নিয়েছিলেন একটি পুলিশ বুথে। অভিযোগ, এর পরেই গাড়িতে চালানো হয় ভাঙচুর। মারধর করা হয় চালককেও। বুথ থেকে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের উপরেই চড়াও হয় উত্তেজিত জনতা। ছোড়া হয় ইট। এর পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজারহাট থানার পুলিশ। মঙ্গলবার রাতের ওই ঘটনায় সাত জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রের খবর, ওই রাতে প্রথমে রাজারহাটের জগারডাঙা এলাকায় গাড়িটি থামানোর চেষ্টা করা হয়। এর পরে ধাওয়া করে রাজারহাট চৌমাথার কাছে গাড়িটি ধরে ফেলেন অভিযুক্তেরা। সেখানে অনেকে মিলে গাড়িটি ভাঙচুর করেন। বনেটের উপরে দাঁড়িয়ে উইন্ডস্ক্রিন ভাঙার চেষ্টা করতে দেখা যায় এক জনকে।দরজা ভাঙারও চেষ্টা করা হয়। মারধর করা হয় চালককে। পুলিশের বুথ থেকে কয়েক জন পুলিশকর্মী গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা বাড়ে। পুলিশের বুথেই চড়াও হন এক দল লোক। পাথর, ইট ছোড়া হয় বলেও অভিযোগ। এর পরে রাজারহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতিনিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গোলমালের সূত্রপাত হয় সোমবার। সে দিন রায়গাছি এলাকায় ওই গাড়িটি একটি বাইকে ধাক্কা মেরে পালিয়েছিল বলে অভিযোগ। গাড়িটিকে ধরতে না পারলেও সেটির ছবি মোবাইলে তুলে রাখেন কয়েক জন। মঙ্গলবার ফের ওই গাড়িটির দেখা পেতেই সেটির উপরে ঝাঁপিয়ে পড়েন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন