Death Case

সরশুনায় মহিলার রহস্য-মৃত্যু

পুলিশ জানিয়েছে, মিঠু পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় শয্যাশায়ী থাকতেন। কয়েক মাস আগে ছেলের মৃত্যুর পরে তাঁর দেহ নিয়ে বাড়িতে ছিলেন। পরে মিঠুর স্বামী জানতে পারলে ছেলের দেহ উদ্ধার হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ০৫:০৭
Share:

মৃতার নাম মিঠু বাগদি (৩৮)। —প্রতীকী চিত্র।

এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। মৃতার নাম মিঠু বাগদি (৩৮)। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন তিনি। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার সরশুনা থানায় খবর আসে, শ্যামানন্দপল্লির যাদব ঘোষ রোডে একটি বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। পুলিশ গিয়ে দেখে, বিছানায় এক মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, মিঠু পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় শয্যাশায়ী থাকতেন। কয়েক মাস আগে ছেলের মৃত্যুর পরে তাঁর দেহ নিয়ে বাড়িতে ছিলেন। পরে মিঠুর স্বামী জানতে পারলে ছেলের দেহ উদ্ধার হয়। এ দিন মিঠুর স্বামী বাড়িতে ছিলেন না। আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হতে ফরেন্সিক পরীক্ষা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন