খোঁজ মেলেনি ‘অপহৃত’ ছাত্রের

স্কুল থেকে ফেরার পথে শহরের রাস্তা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার বালিগঞ্জে ঘটনাটি ঘটলেও শনিবার পর্যন্ত তার খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ০১:১৫
Share:

স্কুল থেকে ফেরার পথে শহরের রাস্তা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার বালিগঞ্জে ঘটনাটি ঘটলেও শনিবার পর্যন্ত তার খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পিকনিক গার্ডেন রোডে ওই পড়ুয়ার বাবার একটি গ্যারেজ রয়েছে। শনিবার সেখানে গিয়ে কারও দেখা মেলেনি। ফোনে যোগাযোগ করা হলে তাঁর এক আত্মীয় বলেন, ‘‘অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। এর বেশি কিছু বলব না।’’ স্কুলের তরফেও কেউ মুখ খোলেননি। প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

লালবাজার সূত্রে খবর, বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল ওই ছাত্র। কিন্তু ছুটির পর থেকে আর খোঁজ নেই তার। বাবা ছেলেকে স্কুলে আনতে গিয়ে খোঁজ না পেয়ে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন। দিনভর খোঁজাখুঁজি চলে। শেষে শুক্রবার বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রের বাবা।

Advertisement

পুলিশের একাংশ জানায়, অপহরণের অভিযোগ করার আগেই শুক্রবার সকালে ওই পড়ুয়ার বাবার মোবাইলে মুক্তিপণ চেয়ে দু’টি ফোন আসে। ফোনের ওপারে থাকা এক ব্যক্তি হিন্দিতে কথা বলে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। পুলিশ জেনেছে, পাবলিক টেলিফোন বুথ থেকে দুষ্কৃতীরা ফোনটি করেছিল। ওই বুথের খোঁজ শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement