Accident

Accident: মা উড়ালপুলের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, আহত তরুণ

পুলিশ জানিয়েছে, গাড়িটি চিংড়িহাটা থেকে পার্ক সার্কাসের দিকে আসছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২২:৪৫
Share:

নিজস্ব চিত্র

রবিবার রাতে মা উড়ালপুলে দুর্ঘটনা। উড়ালপুলের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। গুরুতর আহত হলেন চালক। তবে পিছনের গাড়িতেই ছিলেন চালকের বন্ধুরা। দুর্ঘটনার পর আহত ওই চালককে তাঁরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

দেওয়ালে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে গেলে সামনের দিকে অংশ একেবারে দুমড়ে যায়। পুলিশ জানিয়েছে, গাড়িটি চিংড়িহাটা থেকে পার্ক সার্কাসের দিকে আসছিল। সেই সময়ে রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। হাজরা রোডের বাসিন্দা আহত দেবাং শাহকে (৩৩) প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement