সাইকেলে অটোর ধাক্কা। যার জেরে অটোচালকের সঙ্গে সাইকেল আরোহীর বচসা গড়াল হাতাহাতিতে। অভিযোগ, ওই সংঘর্ষে দুই অটোচালক জখম হয়ে হাসপাতালে ভর্তি। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন সংলগ্ন গঙ্গাজোয়ারা রোডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রীতম মণ্ডল নামে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি অটো। এই নিয়ে অটোচালকের সঙ্গে প্রীতমের বচসা শুরু হয়। প্রীতমের দাবি, অটোচালক তাঁকে বলেন সাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর অটো। সেই কারণে প্রীতমের থেকে ক্ষতিপূরণের টাকা দাবি করেন তিনি। এর প্রতিবাদ জানান প্রীতম। এর পরে কিছু দূরে নিজের এলাকা সোনারপুরের কালীতলায় ফিরে যান তিনি।
অভিযোগ, সেখান থেকে প্রায় পঞ্চাশ জন মহিলা ও পুরুষকে নিয়ে আসেন প্রীতম। গঙ্গাজোয়ারা অটো ইউনিয়নের অফিসে তাঁরা ভাঙচুর চালান বলে অভিযোগ। এলোপাথাড়ি ইট-পাটকেল পড়তে থাকে। অভিযোগ, ইটের আঘাতে দুই অটোচালকের মাথা ফেটে যায়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গঙ্গাজোয়ারা অটো ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশ্বজিৎ আইচ বলেন, ‘‘যে অটোর সঙ্গে ধাক্কা লেগেছে সেটি আমাদের রুটের নয়। ওই চালক সাত বছর আগে
আমাদের রুটে চালাতেন। ওই হামলাকারীদের বিরুদ্ধে আমরা থানায় মারধরের অভিযোগ জানিয়েছি।’’ অন্য দিকে, প্রীতমরাও ওই অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় রাত পর্যন্ত কেউ গ্রেফতার হননি।