বাইক উল্টে সঙ্কটজনক সৌমিত্রের দৌহিত্র

রাতের শহরে মোটরবাইক দুর্ঘটনায় জখম হয়েছেন দুই যুবক। তাঁদের এক জন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দৌহিত্র রণদীপ বসু (২৬)। তাঁর অবস্থা সঙ্কটজনক। রণদীপ নিজেও অভিনয় করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০২:০৮
Share:

রাতের শহরে মোটরবাইক দুর্ঘটনায় জখম হয়েছেন দুই যুবক। তাঁদের এক জন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দৌহিত্র রণদীপ বসু (২৬)। তাঁর অবস্থা সঙ্কটজনক। রণদীপ নিজেও অভিনয় করেন। পুলিশ জানায়, ওই রাতে রণদীপই বাইকটি চালাচ্ছিলেন। পিছনে ছিলেন বন্ধু জয়দীপ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত পৌনে একটা নাগাদ এই ঘটনা ঘটেছে।

Advertisement

পুলিশের দাবি, রণদীপ খুব জোরে বাইক চালাচ্ছিলেন। নিউ আলিপুর স্টেশন রোডের কাছে একটি রেস্তোরাঁর সামনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। আরোহী দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। জয়দীপ পায়ে আঘাত পান। রণদীপ মাথায়।

দুর্ঘটনাগ্রস্ত সেই বাইক।— নিজস্ব চিত্র।

Advertisement

পুলিশের অভিযোগ, কারও মাথাতেই হেলমেট ছিল না। রণদীপের পরিবারের দাবি, তাঁর মাথায় হেলমেট থাকলেও বেল্ট বাঁধা ছিল না। তাই রাস্তায় পড়ে যাওয়ার সময়ে মাথা থেকে হেলমেটও ছিটকে পড়ে। জখম দুই যুবককে প্রথমে নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ভোরে রণদীপকে মল্লিকবাজারের কাছে এক হাসপাতালে আনা হয়। সেখানে চার ঘণ্টা ধরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার চলে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রণদীপের মস্তিষ্কের বেশ কয়েকটি জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। অস্ত্রোপচারের পরেও তাঁর সঙ্কট কাটেনি। আপাতত রয়েছেন ভেন্টিলেশনে। শুক্রবার দুপুরে দৌহিত্রকে দেখতে হাসপাতালে যান সৌমিত্রবাবু।

অভিনেতা হিসেবে রণদীপ ‘এগারো’, ‘ক্ষত’, ‘দত্ত ভার্সাস দত্ত’-এর মতো ছবিতে কাজ করেছেন। একটি গানের ব্যান্ডের সঙ্গে যুক্ত তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement