যান্ত্রিক ত্রুটির জন্য কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিট নাগাদ বিমানটি যখন নামছিল, সে সময়ে সেটির ডান দিকের ইঞ্জিনে গোলমাল ধরা পড়ে। সে কারণেই ওই জরুরি অবতরণ বলে জানা গিয়েছে। বিমানটিতে ১৫৮ জন যাত্রী ছিলেন। তাঁরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে খবর। গভীর রাতে অন্য একটি বিমানে করে আটকে পড়া যাত্রীদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে।