দিনে শ্যুটিং, রাতে থানায়

মঙ্গলবার রাতে টালিগঞ্জ থানায় পৌঁছে পুলিশি জেরার সম্মুখীন হলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তার আগে দিনভর একটি ধারাবাহিকের শ্যুটিং করেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০১:৫৬
Share:

মঙ্গলবার রাতে টালিগঞ্জ থানায় পৌঁছে পুলিশি জেরার সম্মুখীন হলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তার আগে দিনভর একটি ধারাবাহিকের শ্যুটিং করেছেন তিনি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, আগের মতোই সপ্রতিভ ভাবে সংলাপ বলেছেন তিনি। সহ-অভিনেতারাও তাঁর সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলেছেন। কিন্তু বিক্রমের শ্যুটিংয়ে ফেরাকে ঘিরেও নিন্দার ঝ়়ড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সোনিকার বন্ধুরা তো বটেই, বিক্রমের বন্ধু বলে পরিচিত বেশ কিছু অভিনেতাও জানান, এমন একটি দুর্ঘটনার পরে এত দ্রুত বিক্রম অভিনয়ে ফিরতে পারায় তাঁরা অবাক। আর একটি অংশ বলছে, তিনি না থাকলে গোটা ইউনিট সমস্যায় পড়বে বলেই বাধ্য হয়ে বিক্রম শ্যুটিং করেছেন। এ ব্যাপারে তাঁর বা তাঁর পরিবারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement