বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত পাঁচ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পৌনে সাতটা নাগাদ হরিদেবপুরের কবরডাঙা থেকে জুলপিয়া রোডের দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল ওই গাড়িটি। লালপোলের কাছে গাড়িটি প্রথমে ধাক্কা মারে একটি মোটরবাইকে। বাইকচালক মাইকেল অ্যান্টনি জোসেফ এবং তাঁর স্ত্রী অনুশ্রী জোসেফ রাস্তার উপরে ছিটকে পড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩০
Share:

একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হলেন এক তরুণী-সহ চার জন। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার লালপোল এলাকার কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পৌনে সাতটা নাগাদ হরিদেবপুরের কবরডাঙা থেকে জুলপিয়া রোডের দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল ওই গাড়িটি। লালপোলের কাছে গাড়িটি প্রথমে ধাক্কা মারে একটি মোটরবাইকে। বাইকচালক মাইকেল অ্যান্টনি জোসেফ এবং তাঁর স্ত্রী অনুশ্রী জোসেফ রাস্তার উপরে ছিটকে পড়েন। কিছুটা দূরেই সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক যুবক এবং এক প্রৌঢ়। গাড়িটি এর পরে তাঁদেরও ধাক্কা মারে। ছিটকে পড়েন ওই দুই সাইকেল আরোহীও। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে চলে আসায় বেগতিক বুঝে চম্পট দেয় গাড়িচালক। ঘটনাস্থলে পুলিশ এসে পাঁচ আহতকেই হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুশ্রীর মাথায় এবং শিরদাঁড়ায় গুরুতর আঘাত লেগেছে। দুই সাইকেল আরোহী শুভজিৎ সাঁতরা এবং পঞ্চানন গায়েন হাসপাতালে চিকিৎসাধীন। মাইকেল অ্যান্টনি জোসেফকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়। সোমবার পুলিশ গাড়িটিকে আটক করলেও রাত পর্যন্ত চালকের কোনও খোঁজ পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement