শহরে ফের অঙ্গদান

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০২:৪৫
Share:

কল্যাণ রায়চৌধুরী

আটচল্লিশ ঘণ্টার মধ্যে ফের অঙ্গদানের নজির গড়ল শহর। সাতষট্টি বছরের বৃদ্ধের কিডনি এবং লিভার বাঁচাল আরও দু’জনকে। গত সোমবার দুপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে হুগলির সিমলাগড়ে সাইকেল নিয়ে হাইওয়ে পেরোনোর সময়ে লরির ধাক্কায় আহত হন বালির বাসিন্দা কল্যাণ রায়চৌধুরী। গুরুতর জখম অবস্থায় তাঁকে অ্যাপোলো গ্লেনেগল্‌স হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাঁর ‘ব্রেন স্টেম ডেথ’ ঘোষণা করেন চিকিৎসকেরা। অঙ্গদানের কথা বলা হলে পরিজনেরা রাজি হয়ে যান।

Advertisement

বুধবার বৃদ্ধের অঙ্গ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। তাঁর লিভার পেয়েছেন এসএসকেএমে চিকিৎসাধীন সেলিমপুরের বাসিন্দা সাহানা খাতুন (৩০)। দু’টি কিডনিই তপসিয়ার বাসিন্দা ৫৩ বছরের মালতী প্রামাণিকের দেহে প্রতিস্থাপিত হয়েছে। এ দিন মৃতের মেয়ে, শিক্ষিকা ঈপ্সিতা রায়চৌধুরী বলেন, ‘‘বাবা না থাকলেও তাঁর অঙ্গ অন্যদের শরীরে দিয়ে বেঁচে থাকুন, সেটাই আমরা চেয়েছিলাম। এ ভাবেই সবাই এগিয়ে আসুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন