কামরার নীচে ফুলকি, ফের আটকে মেট্রো

শুক্রবার একটি এসি মেট্রোর কামরার নীচ থেকে স্ফুলিঙ্গ দেখতে পাওয়ার কথা জানান কর্তব্যরত আরপিএফ কর্মী। ভাল ভাবে পরীক্ষা করার পরে সন্দেহজনক কিছু না মেলায় ফের যাত্রীদের নিয়ে রওনা হয় ট্রেনটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৯ ০১:৩৭
Share:

ফের মেট্রো বিভ্রাট।

দশ দিনের মধ্যে তৃতীয় বার। ফের মেট্রো চলাচল ব্যাহত হল যতীন দাস পার্ক স্টেশনে।

Advertisement

শুক্রবার একটি এসি মেট্রোর কামরার নীচ থেকে স্ফুলিঙ্গ দেখতে পাওয়ার কথা জানান কর্তব্যরত আরপিএফ কর্মী। ভাল ভাবে পরীক্ষা করার পরে সন্দেহজনক কিছু না মেলায় ফের যাত্রীদের নিয়ে রওনা হয় ট্রেনটি। সকাল সাড়ে দশটার ওই ঘটনায় মিনিট দশেক মেট্রো চলাচল ব্যাহত হয়।

মেট্রো সূত্রের খবর, এ দিন সকাল ১০টা ৩৮ নাগাদ দমদমগামী একটি এসি মেট্রো যতীন দাস পার্ক স্টেশনে পৌঁছলে সামনের দিকের একটি কামরার নীচ থেকে বিকট শব্দ বেরোতে থাকে। প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ কর্মী জানান, কামরার নীচে স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। যাত্রীদের একাংশও জানান, স্টেশনে ট্রেন ঢোকার পর পরই তাঁরা বিকট শব্দ শুনেছেন। ট্রেনটি থামার পরে যাত্রীদের অনেকেই আতঙ্কে নেমে পড়েন। কর্তব্যরত আরপিএফ কর্মীর কাছ থেকে সতর্কবার্তা পেয়ে ট্রেনটিকে স্টেশনে কিছু ক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। চালক এবং গার্ড ভাল করে পরীক্ষা করেন। শেষমেশ সন্দেহজনক কিছু না পাওয়ায় সকাল ১০টা ৪৬ নাগাদ ট্রেনটি ফের যাত্রীদের নিয়ে রওনা হয়।

Advertisement

মেট্রো সূত্রের খবর, এসি-২ রেকটির ৩০০২ নম্বর কামরায় এ দিন ঠিক কী সমস্যা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। প্রসঙ্গত, মেট্রোর এসি রেকগুলির মধ্যে এসি-২ যথেষ্ট পুরনো এবং প্রথম দিকের রেক।

গত দশ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয় বার মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটল যতীন দাস পার্ক স্টেশনে। গত ৫ মে স্টেশনের প্রধান নিকাশি নালা অবরুদ্ধ হয়ে পড়ায় সকালের দিকে সাময়িক ভাবে মেট্রো চলাচল ব্যাহত হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটে গত ৮ মে। যতীন দাস পার্কের সাবস্টেশনে আচমকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। যার জেরে রবীন্দ্র সরোবর স্টেশনে খানিক ক্ষণ আটকে থাকে একটি ট্রেন। তার পরে ফের এ দিন বিঘ্ন ঘটল মেট্রো পরিষেবায়। ঘটনাচক্রে, সব ক’টি ক্ষেত্রেই দমদমগামী মেট্রো চলাচল ব্যাহত হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেট্রোর এক কর্তা জানান, তিনটি ঘটনার মধ্যে ভিন্নতা আছে। তবে একই স্টেশনে কেন বার বার সমস্যা হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। থার্ড রেলে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা-ও দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement