‘হুমকি’ দিয়ে ফের অভিযুক্ত মুন্না

বন্দরের প্রয়াত কংগ্রেস নেতা মোগলের স্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল গাডের্নরিচ-কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মুন্না ওরফে মহম্মদ ইকবালের বিরুদ্ধে। রবিবার বিকেলে গার্ডেনরিচ থানায় মোগলের স্ত্রী মুমতাজ বেগম পুলিশের কাছে ওই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই মুন্না তাঁদের হুমকি দেন। উল্লেখ্য, মুন্না গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজের সামনে কলকাতা পুলিশের এস আই তাপস চৌধুরী খুনে অন্যতম অভিযুক্ত। ওই ঘটনায় সিআইডি তাঁকে গ্রেফতারও করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ০১:৫৪
Share:

বন্দরের প্রয়াত কংগ্রেস নেতা মোগলের স্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল গাডের্নরিচ-কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মুন্না ওরফে মহম্মদ ইকবালের বিরুদ্ধে। রবিবার বিকেলে গার্ডেনরিচ থানায় মোগলের স্ত্রী মুমতাজ বেগম পুলিশের কাছে ওই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই মুন্না তাঁদের হুমকি দেন। উল্লেখ্য, মুন্না গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজের সামনে কলকাতা পুলিশের এস আই তাপস চৌধুরী খুনে অন্যতম অভিযুক্ত। ওই ঘটনায় সিআইডি তাঁকে গ্রেফতারও করেছিল। বর্তমানে জামিনে আছেন তিনি। মোগল এবং মুন্না দুই ভাই। ২০০১ সালে খুন হন মোগল। পুলিশ জানিয়েছে, রবিবার রাত পযর্ন্ত তারা কোনও মামলা শুরু করেনি। ডিসি (বন্দর) ইমরান ওয়াহাব জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মুন্নার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। রাতে মুন্নার ছেলে অনিল দাবি করেন, পারিবারিক বিবাদের জেরেই ওই অভিযোগ দায়ের হয়েছে। হুমকির ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে ইকবাল পরিবারের ঘনিষ্ঠ এক মহিলা গার্ডেনরিচ থানায় অভিযোগ জানাতে যান। তাঁর অভিযোগ ছিল মোগল পরিবারের ঘনিষ্ঠ এক মহিলার বিরুদ্ধে। অভিযোগ, ওই খবর পেয়ে থানায় যান মোগলের ছেলে কামার। কেন ওই মহিলার অভিযোগ পুলিশ নিচ্ছে তা নিয়ে হইচই জুড়ে দেন তিনি। অভিযোগ করেন, মুন্না তাঁদের সম্পত্তি দখল করতে চাইছেন। পুলিশের দাবি, ইতিমধ্যে কয়েকশো সমর্থক নিয়ে সেখানে আসেন মুন্না। এর পরে উভয় পক্ষে শুরু হয় বচসা। পুলিশি হস্তক্ষেপে তা মিটলেও শুক্রবার কেউই লিখিত অভিযোগ দেননি। রবিবার মুমতাজ লিখিত অভিযোগ জানান। এক পুলিশকর্তা বলেন, “দু’পক্ষে পুরনো বিবাদ আছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন