কুয়াশায় ব্যাহত বিমান

রায়পুরের একটি বিমানের ছাড়ার সময় ছিল ভোর সাড়ে ৫টা। দেরি করিয়ে সেটিতে ৮টার সময়ে যাত্রীদের তোলা হয়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

—প্রতীকী ছবি।

কুয়াশাচ্ছন্ন থাকায় বুধবার সকালে কলকাতায় বেশ কয়েকটি উড়ান ছাড়তে দেরি হল। তার জেরে আটকে পড়েন বহু যাত্রী।

Advertisement

রায়পুরের একটি বিমানের ছাড়ার সময় ছিল ভোর সাড়ে ৫টা। দেরি করিয়ে সেটিতে ৮টার সময়ে যাত্রীদের তোলা হয়। রায়পুর বিমানবন্দরের অধিকর্তা রাকেশ সহায় জানিয়েছেন, কলকাতা-সহ দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বইয়ের উড়ানও রায়পুরে সময়মতো নামতে পারেনি। সকাল ১০টার পরে সেগুলি নামতে শুরু করে। এ দিন সকালে কলকাতা থেকে রাঁচী, বাগডোগরা, পটনা, ইনদওর, আইজলের উড়ান ছাড়তেও দেরি হয়। বিমানবন্দর সূত্রের খবর, সকাল ৬টায় উড়ে গিয়ে শিলচরে পৌঁছেও নামতে পারেনি এয়ার ইন্ডিয়ার বিমান। সকাল ৯টায় সেটি ফিরে আসে কলকাতায়। পরে শিলচরের আকাশ পরিষ্কার হলে আবার উড়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement