পরিবারের পাশে

নিহত নজরুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করলেন ‘আক্রান্ত আমরা’-র সদস্যরা। সোমবার মেটিয়াবুরুজের লিচুবাগান এলাকায় গিয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের কাছ থেকে সে দিনের ঘটনাটি শোনেন। ঘুরে দেখেন ঘটনাস্থলও।

Advertisement
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০০:২৮
Share:

নিহত নজরুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করলেন ‘আক্রান্ত আমরা’-র সদস্যরা। সোমবার মেটিয়াবুরুজের লিচুবাগান এলাকায় গিয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের কাছ থেকে সে দিনের ঘটনাটি শোনেন। ঘুরে দেখেন ঘটনাস্থলও। এর পর ঘটনার বিবরণ দিয়ে থানায় ফের একটি চিঠি জমা দেন তাঁরা। জায়গাটি পুলিশকে ঘিরে দেওয়ার জন্যও অনুরোধ করেন। তাঁদের দাবি, খুব দ্রুত অভিযুক্তদের ধরে ফেলতে পারবেন বলে আশ্বাস দিয়েছে পুলিশ। আক্রান্ত আমরা-র তরফে অসিত বিশ্বাস জানান, পরিবারের তরফে পাঁচ জনের নাম পুলিশকে দেওয়া হলেও মাত্র এক জনকেই গ্রেফতার করা হয়েছে। অন্যরা এলাকায় প্রকাশ্যে ঘুরছে বলে দাবি তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement