ফের জলা ভরাটের অভিযোগ বালিতে

প্রশাসনের নিষ্ক্রিয়তায় ফের জলা-জমি ভরাটের অভিযোগ উঠছে বালিতে। বালির ঠাকুরানিচক মাঝেরপাড়ায় পূর্ত দফতরের ওই জমি ভরাট হয়ে যাচ্ছে সকলের চোখের সামনে। তবে ঘটনার কথা জানেন না বলে দাবি জেলা পূর্ত দফতরের কর্তাদেরই। ​কয়েক বছর আগে জলা ভরাটের প্রতিবাদ করে বালিতে খুন হন তপন দত্ত। সেই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়। মামলা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়।

Advertisement

গৌতম বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০৩:৪৫
Share:

প্রশাসনের নিষ্ক্রিয়তায় ফের জলা-জমি ভরাটের অভিযোগ উঠছে বালিতে। বালির ঠাকুরানিচক মাঝেরপাড়ায় পূর্ত দফতরের ওই জমি ভরাট হয়ে যাচ্ছে সকলের চোখের সামনে। তবে ঘটনার কথা জানেন না বলে দাবি জেলা পূর্ত দফতরের কর্তাদেরই।
কয়েক বছর আগে জলা ভরাটের প্রতিবাদ করে বালিতে খুন হন তপন দত্ত। সেই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়। মামলা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আবার সেই বালিতে জলাভূমি ভরাট হওয়ায় স্থানীয় একটি ক্লাব ও এলাকাবাসীরা প্রতিবাদে নেমেছেন। বিষয়টি পুলিশে জানানো হয়েছে বলেও তাঁদের দাবি। কিন্তু অভিযোগ, তারা ব্যবস্থা নেয়নি। উল্টে জমি-মাফিয়াদের হুমকির মুখে পড়ছেন প্রতিবাদীরা।

Advertisement

বারবার জানিয়েও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিবাদীরা। জমি যাদের, সেই পূর্ত দফতরের (সড়ক) এক কর্তার দাবি, ‘‘বালি মৌজার ওই জলাজমি ভরাটের অভিযোগ পাইনি। পেলে দেখা হবে।’’ হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) অংশুমান অধিকারী বলেন, ‘‘জলাভূমি বোজানো আটকাতে সুনির্দিষ্ট আইন আছে। নির্দিষ্ট অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায়। তবে এ ক্ষেত্রে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করেননি।’’ তাঁর সংযোজন, ‘‘জলা ভরাট হচ্ছে কি না, অন্য দফতরেরও তা দেখার কথা।’’ হাওড়া পুলিশ কমিশনারেটের এসিপি (উত্তর) সৌমিক সেনগুপ্ত বলেন, ‘‘এমন কিছু জানি না। কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন