সদস্য হতে ‘চাপ’ কলেজে

সরশুনা কলেজে পুলিশ নিয়ে গিয়ে শাসক দলের শিক্ষক সংগঠনের সদস্যপদ গ্রহণে শিক্ষকদের বাধ্য করা হয়েছে। এমন অভিযোগ করল বাম নেতৃত্বাধীন কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুটা। এই বিষয়ে বুধবার তাঁরা ডিসি সাউথ-ওয়েস্টকে অভিযোগ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০০:৫০
Share:

সরশুনা কলেজে পুলিশ নিয়ে গিয়ে শাসক দলের শিক্ষক সংগঠনের সদস্যপদ গ্রহণে শিক্ষকদের বাধ্য করা হয়েছে। এমন অভিযোগ করল বাম নেতৃত্বাধীন কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ওয়েবকুটা। এই বিষয়ে বুধবার তাঁরা ডিসি সাউথ-ওয়েস্টকে অভিযোগ জানিয়েছে।

Advertisement

ওয়েবকুটার সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ এ দিন বলেন, ‘‘সরশুনা কলেজে পুলিশ নিয়ে গিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপা নতুন শিক্ষকদের সদস্য করাতে ফর্ম ফিল আপ করিয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা সংশ্লিষ্ট পুলিশ অফিসারের অপসারণ চাইছি।’’ শ্রুতিনাথবাবুর অভিযোগ, এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি সজল বিশ্বাস।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকায় এই কলেজ। আগে কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন তিনি। অভিযোগের বিষয়ে সরশুনা কলেজের অধ্যক্ষ শুভঙ্কর ত্রিপাঠী জানান, গত সেপ্টেম্বর থেকে ন’জন শিক্ষক যোগ দিয়েছেন কলেজে। এর মধ্যে চার জন মহিলা। তিনি বলেন, ‘‘এ দিন সরশুনা থানার ছোটবাবু জানান, ওই শিক্ষকদের তথ্য খতিয়ে দেখা হবে। আমি জানাই আমার ঘরে নয়, অন্যত্র এই কাজ করা হোক। তখন পাশের একটি ল্যাবরেটরিতে ছোটবাবু শিক্ষকদের নিয়ে যান।’’

Advertisement

তবে ওয়েবকুপার সদস্যপদ গ্রহণ করানো হচ্ছিল কি না এ নিয়ে অধ্যক্ষ কোনও মন্তব্য করতে চাননি। ডিসি সাউথ-ওয়েস্ট মিরাজ খালিদ বলেন, ‘‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে উপষুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

সজলবাবু অবশ্য গোটা ঘটনাই এ দিন অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘কলেজে ওয়াইফাই পরিষেবা কী করে চালু হবে সেই বিষয়ে আলোচনার জন্য অধ্যক্ষ আমায় ডেকেছিলেন। কিন্তু সেখানে পুলিশ এসেছে আর তাঁর সামনে ওয়েবকুপার সদস্যপদ শিক্ষকদের গ্রহণ করানো হয়েছে এমন কিছু আমার জানা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন