অভিযুক্ত বিদেশি চিকিৎসক

কলকাতার এক নার্সের সঙ্গে সহবাস ও তাঁকে নির্যাতন করে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে এক অস্ট্রেলীয় চিকিৎসকের বিরুদ্ধে। জি ক্রিস্টোফার জন নামে অভিযুক্ত চিকিৎসক যাতে এ দেশ থেকে পালাতে না পারেন তাই বিভিন্ন বন্দর ও বিমানবন্দরে তাঁর নামে জারি হয়েছে লুক আউট কর্নার নোটিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০০:৪২
Share:

কলকাতার এক নার্সের সঙ্গে সহবাস ও তাঁকে নির্যাতন করে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে এক অস্ট্রেলীয় চিকিৎসকের বিরুদ্ধে। জি ক্রিস্টোফার জন নামে অভিযুক্ত চিকিৎসক যাতে এ দেশ থেকে পালাতে না পারেন তাই বিভিন্ন বন্দর ও বিমানবন্দরে তাঁর নামে জারি হয়েছে লুক আউট কর্নার নোটিস।ক্রিস্টোফারকে খুঁজছে পাটুলির মহিলা থানার পুলিশ। মল্লিকবাজারের যে হাসপাতালে চিকিৎসা করতে দু’বছর আগে ক্রিস্টোফার এ শহরে আসেন, নির্যাতিতা সেখানেই কাজ করেন বলে জানায় পুলিশ। সম্প্রতি ওই মহিলা ক্রিস্টোফারের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ জানান। তদন্তভার যায় পাটুলির মহিলা থানার হাতে। নির্যাতনের অভিযোগ হয়েছে চিকিৎসকের সহায়কের বিরুদ্ধেও।

Advertisement

পুলিশ জানায়, বিবাহবিচ্ছিন্না ওই মহিলা মেয়েকে নিয়ে মহেশতলায় বাপের বাড়িতে থাকতেন। দু’বছর আগে ক্রিস্টোফারের সঙ্গে আলাপ হয় তাঁর। মাস পাঁচেক আগে যাদবপুরে ফ্ল্যাট ভাড়া করে দু’জন থাকতে শুরু করেন। থাকত ওই নার্সের মেয়েও। নার্সের অভিযোগ, মাস খানেক আগে ক্রিস্টোফার হঠাৎ তাঁকে চাকরি ছাড়ার জন্য জোর করতে থাকেন। তাঁর জমানো টাকা দিয়ে দিতে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। ফেব্রুয়ারিতে তিনি পুলিশে অভিযোগ জানান। সে দিনই পালান ক্রিস্টোফার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement