Kolkata Police

ট্র্যাফিক গার্ডে সর্বক্ষণ থাকবেন ইনস্পেক্টর, নির্দেশ লালবাজারের

আগে বেহালায় লরির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যুর পরে প্রতিটি স্কুল শুরুর সময়ে সেখানে এক জন করে ইনস্পেক্টরের ডিউটিতে থাকা বাধ্যতামূলক করা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১০:০৮
Share:

কলকাতা ট্রাফিক পুলিশ। ফাইল চিত্র।

এক জন করে ইনস্পেক্টরকে ২৪ ঘণ্টা ট্র্যাফিক গার্ডে থাকার নির্দেশ জারি করল লালবাজার। সোমবার উপ-নগরপাল (ট্র্যাফিক)-এর ওই নির্দেশ গার্ডগুলির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে ২৪ ঘণ্টার জন্য এক জন করে ইনস্পেক্টর গার্ড এলাকায় থাকবেন। এতে এলাকায় যান চলাচলের উপরে নজরদারি ভাল ভাবে করা যাবে বলে পুলিশের একাংশ জানিয়েছে।

সূত্রের খবর, কিছু দিন আগে এক সকালে দক্ষিণ কলকাতার একটি উড়ালপুলে একটি দুর্ঘটনা ঘটে। অভিযোগ, তখন সংশ্লিষ্ট ট্র্যাফিক গার্ডে কোনও ইনস্পেক্টর ছিলেন না। তাতে ক্ষুব্ধ হন লালবাজারের কর্তারা। এর পরেই ট্র্যাফিক পুলিশের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। মনে করা হচ্ছে, তার জেরেই যাতে ট্র্যাফিক গার্ডে অন্তত এক জন করেইনস্পেক্টর সর্বক্ষণ থাকেন, সেই নির্দেশ জারি করা হয়েছে। এর আগে বেহালায় লরির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যুর পরে প্রতিটি স্কুল শুরুর সময়ে সেখানে এক জন করে ইনস্পেক্টরের ডিউটিতে থাকা বাধ্যতামূলক করা হয়েছিল।

তবে এই নির্দেশের পরে প্রশ্ন উঠেছে, কলকাতা ট্র্যাফিক পুলিশের যে সব ট্র্যাফিক গার্ডে এক জন ওসি এবং এক জন অতিরিক্ত ওসি রয়েছেন, সেখানে কী ভাবে এই নির্দেশ মানা সম্ভব হবে? উল্লেখ্য,ভবানীপুর, ইস্ট, সাউথ এবং হেড কোয়ার্টার্স ট্র্যাফিক গার্ডের মতো বেশ কিছু ট্র্যাফিক গার্ডে তিন জনের বেশি ইনস্পেক্টর রয়েছেন। ফলে, সেখানে সর্বক্ষণের জন্য এক জন করে ইনস্পেক্টর মোতায়েন রাখতে অসুবিধা হবে না বলে ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর। কিন্তু বাকি ট্র্যাফিক গার্ডে, যেখানে দু’জন মাত্র ইনস্পেক্টর রয়েছেন, তাঁরা কী করবেন, সেটা পরিষ্কার নয়। পুলিশের একাংশের মতে, ওই সব গার্ডে সকাল থেকে রাত পর্যন্ত আধিকারিকেরা থাকলেই হবে। ফলে ওই নির্দেশ তাঁদের জন্য প্রযোজ্য নয়। এ ছাড়াও প্রশ্ন রয়েছে, দু’জনের বেশি ইনস্পেক্টর ট্র্যাফিক গার্ডে থাকলে প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষার ডিউটির জন্য তাঁদের মধ্যে এক জনকে গার্ড এলাকার বাইরে ডিউটি করতে হয়। সে ক্ষেত্রে সর্বক্ষণের জন্য সব ট্র্যাফিক গার্ডের তরফে তাদের এলাকায় এক জন করে ইনস্পেক্টর রাখা সম্ভব কিনা, সেই প্রশ্নও উঠছে।

পুলিশ সূত্রের খবর, লালবাজারের এই নির্দেশের মধ্যে উঠে এসেছে ট্র্যাফিক গার্ডে দীর্ঘদিন ধরে ওসি না থাকার প্রসঙ্গটিও। একাধিক ইনস্পেক্টর থাকলেও ইস্ট ট্র্যাফিক গার্ডে ন’মাসেরও বেশি সময় ধরে কোনও ওসি নেই। আবার, পাঁচ মাসের বেশি সময় ধরে সাউথ-ইস্ট ট্র্যাফিক গার্ডে কোনও ওসি নেই।দু’জায়গাতেই ওসি-রা পদোন্নতির পরে অন্যত্র বদলি হয়ে গিয়েছেন। তাঁদের জায়গায় কাজ চালাচ্ছেন অতিরিক্ত ওসি-রা। ট্র্যাফিক পুলিশের একাংশের মতে, ওই দুই গার্ডে এখনও কোনও ওসি না আসায় প্রশ্ন উঠছে, তবে কি কলকাতা পুলিশে যোগ্য ওসি-র অভাব রয়েছে? তাঁদের মতে, শুধু ট্র্যাফিক গার্ডই নয়, রিজ়ার্ভ ফোর্স এবং মুভমেন্টের (যাঁরা শহরের কোথায় কোন বাহিনী যাবে, তা ঠিক করেন) ওসি-র পদও ফাঁকা আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন