তৃণমূলের কর্মী খুনে গ্রেফতার আর এক অভিযুক্ত

রবিবার রাতে প্রগতি ময়দান থানা এলাকার একটি শীতলা মন্দিরের কাছ থেকে ভজাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০২:৫৭
Share:

রবিবার রাতে প্রগতি ময়দান থানা এলাকার একটি শীতলা মন্দিরের কাছ থেকে ভজাকে গ্রেফতার করে পুলিশ। প্রতীকী ছবি।

ধাপার হাটগাছিয়া বস্তির বাসিন্দা, তৃণমূলকর্মী তারক মণ্ডলকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ভজা মণ্ডল। রবিবার রাতে প্রগতি ময়দান থানা এলাকার একটি শীতলা মন্দিরের কাছ থেকে ভজাকে গ্রেফতার করে পুলিশ। শিয়ালদহ আদালতের সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানান, ধৃতের নাম ছিল এফআইআরে। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় পুলিশ এর আগে ভুলু মাইতি নামে অপর এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল। এই ঘটনায় ফেরার এখনও চার অভিযুক্ত। ৩১ ডিসেম্বর খুন হন তারক।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ভজা এবং ভুলু সহ জনা ছয়েক দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তারক মণ্ডলকে। প্রগতি ময়দান থানা এলাকার বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের গোলমালের জেরেই খুন হন তারক। পুলিশ জানায়, তারক মণ্ডল (৩০) নামের ওই যুবকের বাড়ি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ধাপার হাটগাছিয়া বস্তিতে। ইএম বাইপাস লাগোয়া ওই বস্তিতে স্থানীয় তৃণমূল নেতা বলেই পরিচিত ছিলেন ওই যুবক। ৩০ ডিসেম্বর রাতে তিনি বন্ধুদের সঙ্গে বকখালি থেকে পিকনিক করে ফিরেছিলেন।

৩১ ডিসেম্বর সকালে বাড়ির সামনে একটি ক্লাবে ধারাল অস্ত্র নিয়ে তারকের উপর চড়াও হয় স্থানীয় ছয় যুবক। পুলিশ জানায়, ভজা মণ্ডল, ছোটু মণ্ডল, অনি মণ্ডল, ভুলু মাইতি, মিলন জানা ও নিবাস দাস ওই দলে ছিল। ওই যুবকেরা এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত। ভোজালি দিয়ে তারকের গলায়, ঘাড়ে, মুখে পরপর কোপ মারা হয়। কেটে দেওয়া হয় হাতের শিরা। খুনে ব্যবহৃত অস্ত্রশস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশের এক কর্তা বলেন, ‘‘বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement