অভিযুক্তের অধিকার নিয়ে সওয়াল কোর্টের

পুলিশ জানায়, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নিমতার দুর্গানগরের বাসিন্দা কিঙ্কর সরকারকে ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০১
Share:

কলকাতা হাইকোর্ট।—ফাইল চিত্র।

পুলিশের কাছে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে সে সম্পর্কে জানার অধিকার আছে অভিযুক্তের। এমনটাই মনে করে কলকাতা হাইকোর্ট। পুলিশের খাতায় তাঁর বিরুদ্ধে কত অভিযোগ রয়েছে, অভিযুক্তের সেটাও জানার অধিকার রয়েছে। এফআইআরে নাম না-থাকা সত্ত্বেও একাধিক মামলায় এক ব্যক্তির গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে শুক্রবার এমনই পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক।

Advertisement

পুলিশ জানায়, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নিমতার দুর্গানগরের বাসিন্দা কিঙ্কর সরকারকে ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ।

কিঙ্করের মেয়ে পিঙ্কির অভিযোগ, কী কারণে তাঁর বাবা গ্রেফতার হন, পুলিশ জানায়নি। তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনার-সহ বিভিন্ন থানার কাছে জানতে চেয়েও উত্তর পাননি। তাই আদালতে এসেছেন। তাঁর আইনজীবী আশিসকুমার চৌধুরীর অভিযোগ, কিঙ্করের নামে কেউ এফআইআর করেনি। কিন্তু বিভিন্ন থানায় রুজু হওয়া মামলায় তাঁকে যুক্ত করে নাকাল করছে পুলিশ। যাঁদের নামে এফআইআর হয়েছে, তাঁদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ নেই।

Advertisement

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, অভিযুক্তের বিরুদ্ধে কোথায় কত মামলা রয়েছে, তা জানানো হলে তদন্ত ব্যাহত হতে পারে। পুলিশ তা জানাতে বাধ্য নয়। তা শুনেই ওই পর্যবেক্ষণ দেন বিচারপতি বসাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement