নাশকতার ‘হুমকি’

নাশকতার আশঙ্কায় শহরের সমস্ত থানাকে সতর্ক করল লালবাজার। বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারে কলকাতা পুলিশের এক কর্তা বলেন, ‘‘রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তরফে আজ বলা হয়েছে, দিন পাঁচেকের মধ্যে পার্ক স্ট্রিট ও বিধাননগর এলাকায় নাশকতা ঘটতে পারে।

Advertisement
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share:

নাশকতার আশঙ্কায় শহরের সমস্ত থানাকে সতর্ক করল লালবাজার। বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারে কলকাতা পুলিশের এক কর্তা বলেন, ‘‘রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তরফে আজ বলা হয়েছে, দিন পাঁচেকের মধ্যে পার্ক স্ট্রিট ও বিধাননগর এলাকায় নাশকতা ঘটতে পারে। এর পরেই আমরা শহরের সমস্ত থানাকে সতর্ক করি।’’ সতর্ক করা হয়েছে বিধাননগর পুলিশকেও। নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা বিমানবন্দর ও রেল স্টেশনগুলিতেও। বিমানবন্দর সূত্রে খবর, তাদের কাছে ওই খবর আসার পরেই নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। সম্প্রতি বার দুয়েক কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি ফোন এসেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement