আড়িয়াদহের সেই স্কুল বন্ধই

শিক্ষিকারা স্কুলে এলেও শুক্রবারও পঠনপাঠন বন্ধ ছিল আড়িয়াদহ সর্বমঙ্গলা উচ্চ বালিকা বিদ্যালয়ে। তাই এ দিন এসেও ফিরে যেতে হয়েছে পড়ুয়াদের। পাশাপাশি, স্কুল খুললে ফের যাতে নতুন করে গোলমাল না বাধে, তাই এ দিন ব্যারাকপুর পুলিশ-প্রশাসনের কাছেও নিরাপত্তার আবেদন জানিয়েছেন স্কুল-কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০০:২৩
Share:

শিক্ষিকারা স্কুলে এলেও শুক্রবারও পঠনপাঠন বন্ধ ছিল আড়িয়াদহ সর্বমঙ্গলা উচ্চ বালিকা বিদ্যালয়ে। তাই এ দিন এসেও ফিরে যেতে হয়েছে পড়ুয়াদের। পাশাপাশি, স্কুল খুললে ফের যাতে নতুন করে গোলমাল না বাধে, তাই এ দিন ব্যারাকপুর পুলিশ-প্রশাসনের কাছেও নিরাপত্তার আবেদন জানিয়েছেন স্কুল-কর্তৃপক্ষ।

Advertisement

স্কুল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে টিফিন পিরিয়ডে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রীদের বই-খাতা কেউ ছিঁড়ে দিচ্ছে। একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রীরা তাদের মুখোশ পরে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগে ওঠে। এর পরেই বৃহস্পতিবার সন্দেহের বশে নীচু ক্লাসের ছাত্রীদের অভিভাবকেরা উঁচু ক্লাসের ছাত্রীদের মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে আসে পুলিশ। পরে নিরাপত্তার অভাবের কারণে অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন স্কুল-কর্তৃপক্ষ।

শুক্রবার পঞ্চম ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীর অভিভাবক সন্তোষ সাউ, সুব্রত মণ্ডলরা জানান, সামনে পরীক্ষা। স্কুল বন্ধ হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছি। পাশাপাশি মেয়েদের মনে ভয়ও রয়েছে। অন্য দিকে উঁচু ক্লাসের ছাত্রীদের অভিভাবক সীমা বর্মণ, ময়না মণ্ডলদের দাবি, আমাদের মেয়েরা এ সবে যুক্ত নয়। সন্দেহের বশে ওঁদের মারধর করা হল। এ দিকে, আচমকা স্কুলে পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে।’’

Advertisement

এ দিন স্কুল-কর্তৃপক্ষ জানান, নিরাপত্তার অভাবে এখনই স্কুল খোলা যাচ্ছে না। ব্যারাকপুরের স্কুল পরিদর্শক ও পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তার আবেদন জানানো হয়েছে। পুলিশ কমিশনার নীরজ সিংহ বলেন, ‘‘ঘটনার সঙ্গে স্কুলের ছাত্রী বা অন্য কেউ জড়িত। বাইরের কেউ নয়। এডিসিপি-বেলঘরিয়াকে স্কুলে গিয়ে তদন্ত করতে বলা হয়েছে। ১০ দিনের জন্য স্কুলের ভিতরে মহিলা পুলিশ প্রহরা বসানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন