শম্ভুনাথের এক কর্তা সাসপেন্ড

হাসপাতালের কোয়ার্টার্স থেকে পুরনো কাঠের আসবাব পাচার করতে গিয়ে চতুর্থ শ্রেণির কর্মীদের হাতে ধরা পড়ে গেলেন হাসপাতালেরই অ্যাসিস্ট্যান্ট সুপার। তদন্তে দোষ প্রমাণিত হওয়ায় সাসপেন্ড হলেন শম্ভুনাথ পণ্ডিতের সেই অ্যাসিস্ট্যান্ট সুপার তপনকুমার মাইতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ০১:৩৯
Share:

হাসপাতালের কোয়ার্টার্স থেকে পুরনো কাঠের আসবাব পাচার করতে গিয়ে চতুর্থ শ্রেণির কর্মীদের হাতে ধরা পড়ে গেলেন হাসপাতালেরই অ্যাসিস্ট্যান্ট সুপার। তদন্তে দোষ প্রমাণিত হওয়ায় সাসপেন্ড হলেন শম্ভুনাথ পণ্ডিতের সেই অ্যাসিস্ট্যান্ট সুপার তপনকুমার মাইতি। তাঁর দাবি, ‘‘ওগুলো আমারই জিনিস। কিন্তু ওঁরা বললেন তা নাকি হাসপাতালের।’’

Advertisement

শম্ভুনাথের সুপার সৌমাভ দত্ত জানান, সোমবার রাতে চতুর্থ শ্রেণির কিছু কর্মী অভিযোগ করেন, তপনবাবু কোয়ার্টার্স থেকে কিছু আসবাব ম্যাটাডরে চাপাচ্ছেন। নৈহাটির বাসিন্দা তপনবাবু নাইট ডিউটি বা জরুরি কিছু হলে হাসপাতাল কোয়ার্টার্সে থাকতেন। সুপারের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যেরা মঙ্গলবার সরেজমিন তদন্তে অভিযোগের প্রমাণ পান। স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী বলেন, ‘‘তপনবাবুকে সাসপেন্ড করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement