Calcutta News

আগামী ১০ জুলাই পর্যন্ত বিক্রমের পুলি‌শ হেফাজতের নির্দেশ

দুর্ঘটনার ৭০ দিনের মাথায় কসবার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে রাত ১২:১৫ নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।গোপন সূত্রে জানা গিয়েছে কসবায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে না হাতে ধরা পড়ে বিক্রম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ০৭:৩৭
Share:

গ্রেফতার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (বাঁ দিক থেকে দ্বিতীয় জন)। নিজস্ব চিত্র।

মডেল ও অভিনেত্রী সনিকা চৌহানের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। দুর্ঘটনার ৭০ দিনের মাথায় কসবার অ্যাক্রোপলিস মলের সামনে থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। আজ দুপুরেই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। আগামী ১০ জুলাই পর্যন্ত বিক্রমের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

দুর্ঘটনার মাস খানেক পর থেকেই লালবাজারের খাতায় পলাতক ছিলেন বিক্রম। পুলিশ জানিয়েছিল, খোঁজ চলছে অভিনেতার। বিক্রমের বিরুদ্ধে তাদের হাতে জোরালো তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কসবায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিক্রম। সেই মতো অভিনেতার জন্য অপেক্ষা করছিল পুলিশ। রাত সাড়ে ১২টা নাগাদ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ দল। বিক্রমের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন: বিক্রমের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রস্তুতি

Advertisement

২৯ এপ্রিল ভোর রাতে রাসবিহারী মোড়ের কাছে বিক্রমের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় বিক্রমের সঙ্গে থাকা মডেল ও অভিনেত্রী সনিকা চৌহানের। জখম হন বিক্রমও।

এই ঘটনায় প্রথমে গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানো ও সম্পত্তি নষ্টের ধারায় বিক্রমের বিরুদ্ধে ৩০৪-এ ধারায় মামলা রুজু হয়। দুর্ঘটনার পাঁচ দিন পর আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। কিন্তু এর পর বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ৩০ মে অভিনেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন অর্থাৎ ৩০৪ ধারা যুক্ত হয়। এর পর থেকেই ফেরার ছিলেন বিক্রম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন