জামিন পেলেন সেই অটোচালক

চলন্ত অটো থেকে পড়ে জখম হয়েছিলেন এক ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছিল ভিআইপি রোডের কৈখালিতে। বৃহস্পতিবার রাতে অদিতি সিংহ নামে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তন্ময় দাস নামে ওই অটোচালক। তন্ময় বাগুইআটি-বিমানবন্দর রুটে অটো চালান বলে জানিয়েছেন বিধাননগরের গোয়েন্দাপ্রধান কঙ্করপ্রসাদ বারুই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০০:৩৩
Share:

চলন্ত অটো থেকে পড়ে জখম হয়েছিলেন এক ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছিল ভিআইপি রোডের কৈখালিতে। বৃহস্পতিবার রাতে অদিতি সিংহ নামে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন তন্ময় দাস নামে ওই অটোচালক। তন্ময় বাগুইআটি-বিমানবন্দর রুটে অটো চালান বলে জানিয়েছেন বিধাননগরের গোয়েন্দাপ্রধান কঙ্করপ্রসাদ বারুই। পুলিশ জানিয়েছে, বুধবার ওই অটোয় চালকের বাঁদিকে অদিতি-সহ মোট দু’জন ছিলেন। আচমকাই অটো থেকে পড়ে যান অদিতি। কিন্তু তার ব্যাগটি আটকে থাকে অটোয়। অভিযোগ, চালক ওই অবস্থাতেই অদিতিকে হেঁচড়ে নিয়ে যান। শুক্রবার বারাসত আদালতে হাজির করা হলে জামিন পান তন্ময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement