বচসার জেরে বন্ধ অটো

এক সাইকেল আরোহীর সঙ্গে কয়েক জন অটোচালকের গোলমালের জেরে প্রায় ঘণ্টা দুই বন্ধ রইল অটো চলাচল। বুধবার, গড়িয়াহাটের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০০:০১
Share:

এক সাইকেল আরোহীর সঙ্গে কয়েক জন অটোচালকের গোলমালের জেরে প্রায় ঘণ্টা দুই বন্ধ রইল অটো চলাচল। বুধবার, গড়িয়াহাটের ঘটনা।

Advertisement

অটোচালকেরা পুলিশকে জানিয়েছেন, এক ব্যাক্তি তাঁর সাইকেলে যাওয়ার সময়ে বালিগঞ্জ গার্ডেন এবং গড়িয়াহাট রোডের মোড়ে দাঁড়িয়ে থাকা একটি অটোর পিছনে ধাক্কা মারেন। এর পরে তিনি সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। অভিযোগ, অটোচালকের সঙ্গে সাইকেল আরোহীর বচসা চলাকালীন আরও কিছু অটোচালক সেখানে এলে সাইকেল আরোহী তাঁদেরও মারধর করেন।

ঘটনার পরে গোলপার্ক থেকে গড়িয়া এবং গোলপার্ক থেকে পাটুলি ঢালাই ব্রিজ পর্যন্ত অটো বন্ধ করে দেন চালকেরা। থানায় অভিযোগও দায়ের হয়। ফলে হয়রান হতে হয় যাত্রীদের। এ নিয়ে যাত্রী-বিক্ষোভ শুরু হলে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

তৃণমূলের ইউনিয়ন আইএনটিটিইউসি সমর্থিত সাউথ ক্যালকাটা অটোরিকশা ড্রাইভার্স অ্যান্ড অপারেটর্স ইউনিয়নের সাধারণ সম্পাদক দেবরাজ ঘোষ বলেন, ‘‘এই রাস্তায় অটোচালকদের প্রায়ই এই ধরনের জুলুমের মুখে প়ড়তে হয়। তাই তাঁরা বাধ্য হয়েই এ দিন অটো চলাচল বন্ধ করে দেন। এই ব্যাপারে আমরা পুলিশকে জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement