পোষ্যের সঙ্গে খেলার সময় গলায় বল আটকে মৃত যুবক

বাড়ির পোষা কুকুরের সঙ্গে বল খেলাই কাল হল লেক গার্ডেন্সের বাসিন্দা আরনেশ সিংহানিয়ার। গলায় বল আটকে মৃত্যু হল ওঅ যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে লেক থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, লেক গার্ডেন্সের বাসিন্দা ব্যবসায়ী প্রবীর সিংহানিয়ার পুত্র আরনেশ পেশায় ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ১৩:৫৪
Share:

পোষ্যের সঙ্গে আরনেশ।

বাড়ির পোষা কুকুরের সঙ্গে বল খেলাই কাল হল লেক গার্ডেন্সের বাসিন্দা আরনেশ সিংহানিয়ার। গলায় বল আটকে মৃত্যু হল ওঅ যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে লেক থানা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, লেক গার্ডেন্সের বাসিন্দা ব্যবসায়ী প্রবীর সিংহানিয়ার পুত্র আরনেশ তাঁর বাবার ব্যবসার সঙ্গেই যুক্ত ছিলেন। শুক্রবার বাড়িতেই পোষা কুকুরের সঙ্গে মুখে বল নিয়ে খেলছিলেন বছর সাতাশের তরতাজা যুবক আরনেশ। আচমকাই কুকুরটি তাঁর মুখে থাবা মারে, তখন বলটি তাঁর মুখে ছিল। থাবার ধাক্কায় বলটি তাঁর গলায় আটকে যায়। তড়িঘড়ি ওই যুবককে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে নিয়ে যায় তাঁর পরিবার। কিন্তু বাঁচানো যায়নি আরনেশকে। চিকিত্সকেরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে ওই যুবকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement