এম আর বাঙুর

হাসপাতালের অন্দরে নজর রাখতে নতুন অ্যাপ

নিরাপত্তার জন্য রাজ্যের অনেক হাসপাতালেই রয়েছে সিসিটিভির ব্যবস্থা। কিন্তু কোন কর্মী কোথায় কী কাজে ব্যস্ত রয়েছেন, কোন রোগী কী অবস্থায় রয়েছেন, কোথায় চিকিৎসক রোগীর কাছে আসতে দেরি করছেন— সিসিটিভির সেই সব ছবি এ বার সরাসরি ধরা পড়ছে কর্তৃপক্ষের মোবাইলে।

Advertisement

দেবাশিস দাস

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ০০:২৭
Share:

নিরাপত্তার জন্য রাজ্যের অনেক হাসপাতালেই রয়েছে সিসিটিভির ব্যবস্থা। কিন্তু কোন কর্মী কোথায় কী কাজে ব্যস্ত রয়েছেন, কোন রোগী কী অবস্থায় রয়েছেন, কোথায় চিকিৎসক রোগীর কাছে আসতে দেরি করছেন— সিসিটিভির সেই সব ছবি এ বার সরাসরি ধরা পড়ছে কর্তৃপক্ষের মোবাইলে। অত্যাধুনিক এই অ্যাপ চালু হয়েছে এম আর বাঙুর হাসপাতালে। দক্ষিণ ২৪ পরগনার এই হাসপাতাল ছাড়া রাজ্যের আর কোনও মেডিক্যাল কলেজে এই ব্যবস্থা নেই বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

Advertisement

এই অ্যাপ চালু হয়েছে বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। হাসপাতালের সুপার অনুরাধা দেব জানান, গোপনীয়তা রক্ষায় এই অ্যাপ ব্যবহারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব ‘পাস ওয়ার্ড’ রয়েছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী বলেন, ‘‘নিরাপত্তার স্বার্থে বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষ যে বিশেষ সফ্‌টওয়্যার ব্যবস্থা চালু করেছে, তা এ মুহূর্তে রাজ্যের কোনও হাসপাতালে নেই। অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও বাঙুরকে সারা রাজ্যে ‘মডেল’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’’

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত কয়েক বছর ধরেই পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্পের আওতায় এখানে একই ছাতার নীচে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার সুযোগ মেলে। হাসপাতাল চত্বরও আগের চেয়ে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে। রয়েছে অত্যাধুনিক আইসিসিইউ। সম্প্রতি শুরু হয়েছে ‘ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং’ (এমআরআই) পরিষেবা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই পরিষেবাও এখন পর্যন্ত জেলাস্তরের হাসপাতালগুলিতে মেলে না বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Advertisement

সুপার অনুরাধাদেবী বলেন, ‘‘একটি বেসরকারি জায়গায় এমআরআই করাতে এক জন রোগীর যা খরচ হতো, এখানে চিকিৎসাধীন থাকলে তার চেয়ে অনেক কম খরচেই তা করা যাবে।’’

এ প্রসঙ্গে রাজ্যের আবাসন ও ক্রীড়া মন্ত্রী ও বাঙুরের রোগী কল্যাণ কমিটির প্রধান অরূপ বিশ্বাস বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সহায়তা ও তাঁর উদ্যোগেই বাঙুরে এই উন্নয়ন করা সম্ভব হয়েছে। আরও উন্নতির চেষ্টা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন