ব্যাঙ্ককর্মীদের একাংশের যোগসাজশেই বাগুইআটির বাসিন্দা, ব্যবসায়ী রাজা সাহার অ্যাকাউন্ট থেকে দুষ্কৃতীরা টাকা হাতিয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে নেমে এমন তথ্যই পেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রাহককে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওই বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৩০০ পাতার একটি চেকবই ইস্যু করা হয়েছিল। এর মধ্যে থেকে সাতটি পাতা ছিঁড়ে নিয়ে ওই ব্যবসায়ীর কাছে পাঠানো হয়েছিল।
তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, ছিঁড়ে নেওয়া সাতটি চেকের মধ্যে পাঁচটি ব্যবহার করে মোট ৫৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারকেরা। বৃহস্পতিবার ওই ব্যাঙ্কের সঙ্গে তদন্তকারীরা কথা বলেন। তবে ব্যাঙ্কের কথাতে
তাঁরা সন্তুষ্ট নন বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বুধবার রাতে হেয়ার স্ট্রিট থানায় ওই ব্যবসায়ী জালিয়াতির অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে জানান, তাঁর কাছে একটি চেক বই আসার তিন দিন পরে মঙ্গলবার তিনি মোবাইলে চারটি মেসেজ পান। আর সেখান থেকেই তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে কেউ ৫৬ লক্ষ টাকা তুলে নিয়েছে।