বাউল উৎসব

শুধু বাউল গান নয়। যাঁরা সেই গান শুনিয়ে মানুষকে অন্য এক জীবন দর্শনের কথা বলেন, তাঁদের নিয়েই সল্টলেক ইজেডসিসি-তে শুরু হয়েছে বাউল উৎসবের ভিন্ন ধারার এক কর্মশালা।

Advertisement
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০০:৩২
Share:

ছবি: শৌভিক দে।

শুধু বাউল গান নয়। যাঁরা সেই গান শুনিয়ে মানুষকে অন্য এক জীবন দর্শনের কথা বলেন, তাঁদের নিয়েই সল্টলেক ইজেডসিসি-তে শুরু হয়েছে বাউল উৎসবের ভিন্ন ধারার এক কর্মশালা। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া থেকে এসেছেন বাউল, ফকিরেরা। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের উদ্যোগে শুক্রবার ছিল তারই সূচনা। ‘মানুষ তত্ত্ব’ নিয়ে নানা কথার ফাঁকে নিজেদের গানে-ভাবে বোঝালেন বাউল ধারার কথা। সেই কর্মশালায় গান গাইছেন বর্ধমানের সাধনদাস বৈরাগ্য। সঙ্গে অন্য বাউল, ফকিরেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement