চামড়ার ছাঁট পোড়ানো হচ্ছে বানতলায় রাস্তার উপরেই।
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগে আনন্দবাজারের ক্যামেরায় শহরের খণ্ডচিত্র।
(২) গঙ্গা অ্যাকশন প্ল্যানে কোটি কোটি টাকা খরচ হয়েছে।
তবুও নিকাশি খালের নোংরা জল ঢুকে পড়ছে হাওড়ার গঙ্গায়।
(৩) দূষিত ধোঁয়া ছড়িয়ে এজেসি বসু রোড দিয়ে অবাধে চলেছে লরি।
ছবিগুলি তুলেছেন বিশ্বনাথ বণিক, দীপঙ্কর মজুমদার ও সুদীপ্ত ভৌমিক।