বিধাননগরে বর্ষবরণে নজর মেয়েদের সুরক্ষায়

বড়দিন থেকে বর্ষবরণ, উৎসবের সময়ে মহিলাদের নিরাপত্তায় বিশেষ নজরদারি শুরু করল বিধাননগর পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০২:৪৭
Share:

ফাইল চিত্র

বড়দিন থেকে বর্ষবরণ, উৎসবের সময়ে মহিলাদের নিরাপত্তায় বিশেষ নজরদারি শুরু করল বিধাননগর পুলিশ। নিউ টাউন ও সেক্টর ফাইভের তথ্যপ্রযুক্তি শিল্পতালুকে রাতে মহিলা পুলিশ থাকছে। এসিপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে মহিলা বাহিনী টহল দেবে বিভিন্ন থানা এলাকায়। এ ছাড়া প্রতি থানা এলাকায় তিনটি মোটরবাইকে মহিলা পুলিশ নজরদারি চালাবে।মঙ্গলবার থেকেই মহিলাদের সুরক্ষায় ৭০৪৪২২২৩৩৩ নম্বরটি চালু করা হয়েছে।

Advertisement

বিধাননগর মহিলা থানায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোনও মহিলা সমস্যায় পড়ে ওই নম্বরে যোগাযোগ করলে পুলিশ দ্রুত পদক্ষেপ করবে বলে জানিয়েছে। দু’হাজার পুলিশ এই সময়ে মোতায়েন থাকবে। শপিং মল, নলবন, পাঁচ নম্বর সেক্টরের নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হচ্ছে।সম্প্রতি ইকো পার্কের জলাশয়ে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছিল। তাই ওই বিশাল পার্ককে ৯টি জ়োনে ভাগ করে নজরদারি চালানো হবে।অতিরিক্ত জনসমাগমের কথা ভেবে যান চলাচল নিয়ন্ত্রণ এবং নজরদারিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভিআইপি রোড সংলগ্ন লেক টাউন-সহ বিভিন্ন জায়গায় মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটেছে একাধিক বার। বড়দিন উপলক্ষে তেমন কিছু যাতে না ঘটে, সে কারণে বিশেষ সতর্ক থাকছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন