Kolkata Car Parking

পোস্তা এলাকায় বেআইনি পার্কিংয়ের সমস্যা মেটেনি, অভিযোগ বিজেপি কাউন্সিলরের

বিজেপি কাউন্সিলর মীনা দেবী বলেন, ‘‘সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন। সেই সময় এসে তিনি বেআইনি পার্কিংয়ের সমস্যার সমাধান করতে বলে গিয়েছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৩
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। মীনা দেবী পুরোহিত (ডান দিকে)। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও বড়বাজারের পোস্তা এলাকায় বেআইনি গাড়ি পার্কিংয়ের সমস্যা মেটেনি। শনিবার কলকাতা পুরসভার অধিবেশনে এমনটাই অভিযোগ করলেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। ঘটনাচক্রে, পুর অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিজেপি কাউন্সিলর প্রশ্ন তোলেন তাঁর ২২ নম্বর ওয়ার্ডের বেআইনি পার্কিংয়ের সমস্যা নিয়ে।

Advertisement

তিনি প্রশ্ন তোলেন, ১৩৬/১ এবং ৬৭/৫০ স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড, জগন্নাথ ঘাট, বালু ঘাট সংলগ্ন বিস্তীর্ণ জায়গায় বেআইনি ভাবে গাড়ি পার্ক করা হচ্ছে অনেক দিন ধরেই। ২২ নম্বর ওয়ার্ডের অধীনে এই সমস্ত জায়গায় গাড়ি পার্ক করা হলে ওয়ার্ডে কাজ করতে অসুবিধা হয়। এই সমস্যার সমাধান কী ভাবে হবে? সঙ্গে তাঁর আরও সংযোজন, সারা কলকাতাতেই বেআইনি গাড়ি পার্কিং একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরসভা এ ক্ষেত্রে কোনও সদর্থক পদক্ষেপ নিক।

পুরসভার তরফে মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, ‘‘পার্কিং সমস্যার সমাধানের জন্য কাজ চলছে। আমরা জানি, বড়বাজার এলাকায় ব্যবসায়িক কাজকর্ম হয় বলে সেখানে বেশি সংখ্যায় গাড়ি চলাচল করে। তাই সেখানে পার্কিংয়ের সমস্যা রয়েছে। তবে আমরা সব ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করছি।’’

Advertisement

পাল্টা মীনা দেবী বলেন, ‘‘সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন। সেই সময় এসে তিনি বেআইনি পার্কিংয়ের সমস্যার সমাধান করতে বলে গিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কলকাতা পুরসভা কোনও সমস্যার সমাধান করতে পারেনি।’’ জবাবে মেয়র পারিষদ দেবাশিস বলেন, ‘‘আপনি নিশ্চয়ই জানেন, ওখানে কলকাতা পোর্টের জায়গাও রয়েছে। তাই একক ভাবে কলকাতা পুরসভা কোনও সিদ্ধান্ত নিতে পারে না।’’ জবাবে বিজেপি কাউন্সিলর বলেন, ‘‘আপনারা সমস্যার কথা জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে চিঠি লিখুন।’’ এমন প্রস্তাবের উত্তরে দেবাশিস বলেন, ‘‘আপনারাও তো কলকাতা বন্দর কর্তৃপক্ষকে চিঠি লিখে সমস্যার কথা জানাতেই পারেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন