Arjun Singh

Arjun Singh: তিন বছর দু’মাস পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে এলেন অর্জুন সিংহ

অভিষেকের অফিসে রয়েছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব। তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৩:৪৮
Share:

রবিবারই তৃণমূলে অর্জুন? ছবি: টুইটার।

মূল ঘটনা

১৭:৫৫ সর্বশেষ
তৃণমূলে যোগদান অর্জুনের, পাশে অভিষেক, জ্যোতিপ্রিয়, রাজ
১৭:২৭
অভিষেক ক্যামাক স্ট্রিটের অফিসে দীর্ঘ আলোচনা তৃণমূলের
১৬:৩১
অভিষেকের অফিসে অর্জুন, জল্পনা তুঙ্গে
১৫:১৫
অভিষেক ক্যামাক স্ট্রিটে, আলিপুরে অর্জুন
১৫:০৯
কলকাতার হোটেলে উঠলেন অর্জুন, এখান থেকে গন্তব্য অভিষেকের অফিস?
১৪:১১
সেই যদি ফিরবে, মিছে হল গন্ডগোল, অর্জুনকে নিয়ে বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
১৩:৫৪
ভাটপাড়ার পার্টি অফিস থেকে কলকাতার পথে অর্জুন
১৩:৪৩
তৃণমূল ছাড়ার পর ১২২টি মামলা ‘উপহার’ পেয়েছিলেন অর্জুন, মন্তব্য শমীকের।
১৩:২৩
কলকাতায় বৈঠকে আসছেন, তৃণমূল না কি বিজেপির সঙ্গে? খোলসা করলেন না অর্জুন
১৩:১৯
এ বার অর্জুন, বঙ্গ বিজেপির আরও এক নেতার দলবদল?
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৭:৫৫ key status

তৃণমূলে যোগদান অর্জুনের, পাশে অভিষেক, জ্যোতিপ্রিয়, রাজ

অবশেষে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংহ। তিন বছর দু’মাস পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে এলেন পুরনো দলে। 

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৭:২৭ key status

অভিষেক ক্যামাক স্ট্রিটের অফিসে দীর্ঘ আলোচনা তৃণমূলের

অর্জুন সিংহকে দলে নেওয়ার আগে উত্তর ২৪ তৃণমূল নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে বিধায়ক রাজ চক্রবর্তী। যাঁদের সঙ্গে বিভিন্ন সময়ে বাক্‌বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছে অর্জুনকে।

Advertisement
শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৬:৩১ key status

অভিষেকের অফিসে অর্জুন, জল্পনা তুঙ্গে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছলেন অর্জুন সিংহ। ঘাসফুলে যোগদান পর্ব হতে পারে আজই। তার আগে অভিষেক দীর্ঘ বৈঠক করেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে।

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৫:১৫ key status

অভিষেক ক্যামাক স্ট্রিটে, আলিপুরে অর্জুন

অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকলেন তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে। সেখানে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্য দিকে, প্রায় একই সময়ে আলিপুরের একটি হোটেলে ঢুকলেন অর্জুন সিংহ। এখান থেকেই কি অভিষেকের অফিসে যাবেন? বাড়ছে জল্পনা।

Advertising
Advertising
শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৫:০৯ key status

কলকাতার হোটেলে উঠলেন অর্জুন, এখান থেকে গন্তব্য অভিষেকের অফিস?

ভাটপাড়া থেকে কলকাতার আলিপুরের একটি হোটেলে উঠলেন বিজেপি সাংসদ অর্জুন। বাইরে দেখা গেল তৃণমূলের পতাকা সম্বলিত গাড়ি। কার সঙ্গে বৈঠকে অর্জুন? তা এখনই জানা যায়নি।

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৪:১১ key status

সেই যদি ফিরবে, মিছে হল গন্ডগোল, অর্জুনকে নিয়ে বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন কি না তা নিয়ে তীব্র হচ্ছে জল্পনা। এ নিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, সেই তো ফিরলেন অর্জুন। না গেলেই পারতেন। শুধু শুধু গন্ডগোল হল। অশান্তি হল ভাটপাড়ায়।

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৩:৫৪ key status

ভাটপাড়ার পার্টি অফিস থেকে কলকাতার পথে অর্জুন

ভাটপাড়ার পার্টি অফিস থেকে কলকাতার দিকে রওনা হলেন অর্জুন সিংহ। তাঁর অনুগামীরা দ্বিধাবিভক্ত। কেউ বললেন, ‘‘দাদা যেদিকে, আমরাও সেই পথে ধরব।’’ কেউ আবার বিশ্বাসই করতে চান না যে বিজেপি ছাড়তে পারেন সাংসদ অর্জুন। 

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৩:৪৩ key status

তৃণমূল ছাড়ার পর ১২২টি মামলা ‘উপহার’ পেয়েছিলেন অর্জুন, মন্তব্য শমীকের।

তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর ১২২টা মামলা ‘উপহার’ পেয়েছিলেন পুরনো দল থেকে। তাঁর পুত্র আক্রান্ত হয়েছেন তৃণমূল আশ্রিত গুন্ডাদের হাতে। মৃত্যু হয়েছে অর্জুনের রাজনৈতিক সঙ্গীদের। তিনিই না কি আবার তৃণমূলে যোগ দেবেন? কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তবে অর্জুন বিজেপিতেই থাকবেন বলে ‘আশাবাদী’ শমীক।  

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৩:২৩ key status

কলকাতায় বৈঠকে আসছেন, তৃণমূল না কি বিজেপির সঙ্গে? খোলসা করলেন না অর্জুন

ব্যারাকপুরের বাড়িতে বসে জানালেন, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতার দিকে রওনা হচ্ছেন তিনি। জানালেন বৈঠক আছে। কিন্তু সেই বৈঠক তৃণমূল না কি বিজেপি নেতৃত্ব, তা খোলসা করলেন না অর্জুন সিংহ। গন্তব্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্য়ামাক স্ট্রিটের অফিস? রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৩:১৯ key status

এ বার অর্জুন, বঙ্গ বিজেপির আরও এক নেতার দলবদল?

গত কয়েক দিন ধরে তিনি ‘বেসুরো’। রবিবারই দলবদলের সম্ভাবনা উস্কে দিলেন অর্জুন সিংহ নিজেই। কটাক্ষের সুরে বারাকপুরের সাংসদ জানালেন, তিনি বিজেপিতে থাকতে চাইছেন না এমনটা নয়, বিজেপি তাঁকে রাখতে পারছে না।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement