Rampurhat

Rampurhat Clash: রামপুরহাট-কাণ্ড নিয়ে রাজভবনে বিজেপি-র পরিষদীয় দল, ভার্চুয়ালি কথা বলছেন রাজ্যপাল

রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদ জানাতে রাজভবনে যাচ্ছে বিজেপি পরিষদীয় দল। মঙ্গলবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ১৫:৪৫
Share:

রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদ জানাতে রাজভবনে যাচ্ছে বিজেপি পরিষদীয় দল। নিজস্ব চিত্র।

রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদ জানাতে রাজভবনে যাচ্ছে বিজেপি পরিষদীয় দল। মঙ্গলবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজস্থান বিধানসভার স্পিকার সিপি জোশীর ডাকে সেখানে ভাষণ দিতে গিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। তাই মঙ্গলবার বিকেলে রাজভবন গিয়ে ভিডিয়ো কনফারেন্সে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বিজেপি বিধায়কেরা। সেখানেই রাজ্যপালের দফতরে জমা দেওয়া হবে একটি প্রতিবাদপত্র। যেখানে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির দাবি করে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করা হয়েছে। বিরোধী দলনেতা বলেন, ‘‘রাজ্যে আইনের শাসন নেই। তাই এ বিষয়ে আমরা রাজ্যপাল মারফত কেন্দ্রীয় সরকারকে রাজ্যে হস্তক্ষেপের দাবি জানাবো।’’ বিকেলে বিধানসভা থেকে বিধায়করা প্রতিবাদ মিছিল করে রাজভবনে যান।

রাজভবনের পাশাপাশি দিল্লিতে রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে সরব হবেন বিজেপি-র সাংসদরা। রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদরা মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির কথা তুলে ধরে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানানো হতে পারে বলেই সূত্রের খবর। এমন জোড়া প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি বুধবার বিজেপি পরিষদীয় দল রামপুরহাটের বগটুই গ্রামে যাওয়ার কথা জানিয়েছে। ওই গ্রামে যেতে তাঁদের আটকানো হলে সেখানেই বিধায়কেরা বিক্ষোভ প্রদর্শন করবেন বলে আগাম হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন