রাইটার্স বিল্ডিং উড়িয়ে দেওয়ার হুমকি, তল্লাশিতে মিলল না কিছুই

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাইটার্স বিল্ডিং। ই-মেলে হুমকি এল খোদ লালবাজারে। তা নিয়ে ব্যস্ত সময়ে হুলস্থূল মহানগরের প্রাণকেন্দ্রে। মঙ্গলবার বিকেলে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামতে হল কলকাতা পুলিশের বম্ব স্কোয়াডকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪২
Share:

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাইটার্স বিল্ডিং। ই-মেলে হুমকি এল খোদ লালবাজারে। তা নিয়ে ব্যস্ত সময়ে হুলস্থূল মহানগরের প্রাণকেন্দ্রে। মঙ্গলবার বিকেলে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামতে হল কলকাতা পুলিশের বম্ব স্কোয়াডকে। মহাকরণ ঘিরে ফেলে স্নিফার ডগ নিয়ে তন্ন তন্ন করে চালানো হল তল্লাশি। তবে, লালবাড়িতে বিস্ফোরক বা বোমার সন্ধান মেলেনি।

Advertisement

লালবাজার সূত্রে খবর, এ দিন কলকাতা পুলিশের কাছে বেলা সাড়ে তিনটের আশেপাশে একটি হুমকি মেল আসে। রাজ্য সরকারের সচিবালয় রাইটার্স থেকে নবান্নে সরে গেলেও এখনও বেশ কয়েক জন মন্ত্রী-আমলা সেখানে বসেন। রয়েছে রাজ্য সরকারের বেশ কয়েকটি বিভাগের সদর দফতরও। হুমকি মেলটিকে তাই কোনও ভাবেই অবজ্ঞা করতে পারেনি কলকাতা পুলিশ। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সতর্ক করা হয় স্পেশাল অ্যাকশন ফোর্সকে। রাইটার্স ঘিরে ফেলে প্রতিটি ঘর খালি করে দেওয়া হয়। মহাকরণে ঢোকা ও বেরনোর সব ক’টি পথ আটকে শুরু হয় তল্লাশি। বম্ব ডিসপোজাল স্কোয়াড তন্ন তন্ন করে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় মহাকরণের প্রতিটি কোণায়। তবে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি বিস্ফোরকের।

পুলিশ এখন ই-মেল প্রেরকের সন্ধানে নেমেছে। হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হুমকি ই-মেল যে নিশ্চিত ভাবেই কোনও ভুয়ো মেল আইডি ব্যবহার করে পাঠানো হয়েছে, সে বিষয়ে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের কোনও সন্দেহ নেই। তাই মেল প্রেরককে চিহ্নিত করতে, সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেস খুঁজে বার করার চেষ্টা চলছে, যেখান থেকে মেলটি পাঠানো হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন