— প্রতীকী চিত্র।
কলকাতার রাজাবাজারে ম্যানহোলে মিলল যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন পুরকর্মীরা। সে সময়ে ম্যানহোলের ভিতরে ওই দেহটি খুঁজে পান তাঁরা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতের বয়স ৩০ বছরের আশপাশে। দেহ এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ কেশব চন্দ্র স্ট্রিটের ম্যানহোলে নেমেছিলেন পুরসভার সাফাইকর্মীরা। তখনই তাঁরা দেহটি খুঁজে পান। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে পচন ধরতে শুরু করেছে। কী ভাবে সেই দেহ সেখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে স্থানীয়দের সঙ্গে।
গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় ম্যানহোলে নেমে মৃত্যু হয়েছিল তিন সাফাইকর্মীরা। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দেহ ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। মৃত তিন জনেরই বাড়ি ছিল মুর্শিদাবাদে। লেদার কমপ্লেক্সের ভিতরে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে সাফাইয়ের কাজ চলছিল। তখনই ঘটেছিল বিপত্তি। এ বার রাজাবাজারে ম্যানহোল থেকে উদ্ধার হল যুবকের দেহ।