পূর্ব কলকাতার আনন্দপুরে খাল থেকে উদ্ধার নিখোঁজ প্রৌঢ়ের দেহ। —প্রতীকী চিত্র।
কলকাতার আনন্দপুর খাল থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করল পুলিশ। বছর আটান্নের ওই প্রৌঢ়ের নাম সনৎ হালদার। তিনি কলকাতার পূর্ব রাজাপুরের বাসিন্দা।
প্রৌঢ়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয় এক বাসিন্দা পুলিশকে জানান, তিনি এক জনকে খালে পড়ে যেতে দেখেছেন। মঙ্গলবার সকালে পুলিশ ওই খাল চত্বরে তল্লাশি চালিয়ে ওই প্রৌঢ়ের চটি, চশমা একটি দেশি মদের বোতল উদ্ধার করে। তবে প্রথমে প্রৌঢ়ের খোঁজ পাওয়া যায়নি।
পরে খালের জলে একটি দেহ ভাসতে দেখা যায়। পরিবারের লোকজন প্রৌঢ়ের দেহ শনাক্ত করেন। কী ভাবে ওই প্রৌঢ়ের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ।