বোমাতঙ্ক ইস্ট-ওয়েস্ট নির্মাণস্থলে

পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল সা়ড়ে দশটা নাগাদ ফুলবাগানের কাদাপাড়ার কাছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেললাইনের এক ধারে একটি বোমা পড়ে থাকতে দেখেন কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০৪:৫৪
Share:

—ফাইল চিত্র।

সকালের শিফটে তখন সবে মাত্র কাজ শুরু হয়েছে। এরই মধ্যে রেললাইনের ধারে পড়ে থাকা একটি বোমা ঘিরে আতঙ্ক ছড়াল কর্মীদের মধ্যে। রবিবার দুপুরে, ফুলবাগান থানা এলাকার কাছে কাদাপা়ড়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ রেললাইনে। আতঙ্কে বিকেল পর্যন্ত মেট্রোর কাজ বন্ধ থাকে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল সা়ড়ে দশটা নাগাদ ফুলবাগানের কাদাপাড়ার কাছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেললাইনের এক ধারে একটি বোমা পড়ে থাকতে দেখেন কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশে। ফুলবাগান ও মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে লালবাজার থেকে বম্ব স্কোয়াডের দলও চলে যায়। সেখান থেকে উদ্ধার হয় বোমাটি।

এ দিকে বোমা পাওয়া যাওয়ার খবর শুনে চলে আসেন কেএমআরসিএল-এর আধিকারিকেরাও। এক আধিকারিকের কথায়, ‘‘এখানে চব্বিশ ঘণ্টা কাজ চলছে। তা সত্ত্বেও কোথা থেকে বোমা এল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আরও কর্মী নিয়োগ করা হবে।’’ ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, সকালে বোমাতঙ্কের পরে কাজ বন্ধ রয়েছে। এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, ‘‘এলাকায় দুষ্কৃতীদের উৎপাত খুব বেশি। এই এলাকার নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’’ লালবাজারের এক কর্তা বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। বোমাটি কী ভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement